Advertisement
১১ মে ২০২৪
Gulzar

‘কেন এই নির্মম দাঙ্গা তাকে মৃত্যুর জন্য বাছল?’ লিখলেন গুলজার

সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগেই তাঁর শব্দকে তুলে ধরেন গুলজার। এর মধ্যেই তাঁর লেখন ভাইরাল। গুলজারের এই প্রতিবাদের মূল ভাষা হিন্দি উর্দু মেশানো। আর ইংরেজিতে তিনি লিখেছেন, ‘‘শান্তির জন্য অপেক্ষা করছি।

গ্রাফিক-তিয়াসা দাস।

গ্রাফিক-তিয়াসা দাস।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৬
Share: Save:

আগুনে পুড়ছে জীবন। এই পোড়া গন্ধ তাঁর কলমে। তিনি গুলজার। দিল্লির আগুন থেকে শিশুর আর্তনাদে আজ তাঁর কলম বিপর্যস্ত! লিখলেন গুলজার…

সে তার ধর্মকে নিজে বেছে নেয়নি,

ধর্ম তার বাবা মায়ের কাছে পাওয়া।

আমরা তো আমাদের অভিভাবক নির্বাচন করি না।

সে তার দেশও নির্বাচন করেনি বা রাষ্ট্রও তার মতো করে তার কাছে আসেনি।

মাত্র ন’বছর বয়স,

কেন এই নির্মম দাঙ্গা

তাকে মৃত্যুর জন্য বাছল!

সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগেই তাঁর শব্দকে তুলে ধরেন গুলজার। এর মধ্যেই তাঁর লেখন ভাইরাল। গুলজারের এই প্রতিবাদের মূল ভাষা হিন্দি উর্দু মেশানো। আর ইংরেজিতে তিনি লিখেছেন, ‘‘শান্তির জন্য অপেক্ষা করছি। প্রতিবাদের আগুনে জ্বলছে দেশ, বিশ্ব।’’ গতকাল বিশ্বের অন্যতম জনপ্রিয় সঙ্গীত-ব্যক্তিত্ব রজার ওয়াটার্সের কণ্ঠেও ধ্বনিত হল নাগরিক পঞ্জি বিরোধী স্বর। একদা পৃথিবী কাঁপানো ব্রিটিশ রক ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর প্রাক্তন সদস্য রজার প্রকাশ্য এক জনসভায় পাঠ করলেন ভারতীয় কবি ও সমাজকর্মী আমির আজিজের কবিতা ‘সব ইয়াদ রাখা যায়েগা’-র ইংরেজি তর্জমা। শুধু তাই নয়, নাগরিকত্ব সংক্রান্ত আইনকে ‘ফ্যাসিবাদী ও জাতিবৈষম্য সৃষ্টিকারী হিসেবেও বর্ণনা করলেন তিনি।

আরও পড়ুন-সাতপাকে বাঁধা পড়লেন জয়ী-পায়েল?

দেখুন গুলজারের সেই পোস্ট

আরও পড়ুন-অরিন্দমের ছবিতে এই প্রথম মিমি-পরম জুটি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gulzar CAA Anti CAA Protest Delhi Riot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE