চমকের পর চমক। পুটুপিসির রিসেপশনে ব্যান্ডপার্টির ড্রেসে সেজে ওঠার পর গুনগুন দোলে সাজছে ঐশ্বর্য রাই বচ্চন! শুধু সাজা? গানে গানে সে যে কথা বলেছিল সেই কথা তাঁর ভঙ্গিতেই সামনে আসছে এ বার। কী কথা বলবে গুনগুন ২৮ মার্চ দোলের সন্ধেবেলা? জানাবে, কী ভাবে পাতিলেবু নজর কাটিয়ে দেয়। সঞ্জয় লীলা ভন্সালীর ‘হাম দিল দে চুকে সনম’-এ ঠিক যে ভাবে বলেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। দোল উপলক্ষে সে দিন মুখোপাধ্যায় বাড়িতে গান-বাজনা, আড্ডার আসর বসবে। সেখানেই ‘বুড়ি নজর’ কাটানোর দাওয়াই দেবে গুনগুন। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া অনুষ্ঠানের মুহূর্ত তেমনটাই বলছে।
ভিডিয়োয় দেখা গিয়েছে, অনুষ্ঠানে গুনগুনের সাজ ঐশ্বর্যের মতোই। জয়পুরী রঙিন ঘাঘরা-চোলি, কাচের চুড়ি, সিঁথিপাটি, টানা নথ, সঙ্গে নিখুঁত নাচের ছন্দ। দোলের সন্ধেবেলা যে গুনগুনের একার উপস্থিতিতেই জমে যাবে, সহজেই তা অনুমান করতে পারছেন অনুরাগীরা।