সইফ আলি খানের পর বলিউডের আর এক অভিনেতার বাড়িতে ঘটল প্রায় একই রকম ঘটনা! কয়েক মাস আগে সইফের বাড়িতে ঢুকে পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তার পর রক্তারক্তি কাণ্ড।
ততখানি না হলেও এ বার প্রায় একই রকম ঘটনার সম্মুখীন গুরমীত চৌধরি এবং তাঁর স্ত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাঁদের বাড়িতে চুরি করে পালিয়েছেন নবনিযুক্ত এক গৃহকর্মী। সেই কথাই নিজের সমাজমাধ্যমের পাতায় লিখে জানালেন গুরমীত। দিন কয়েক আগেই নিযুক্ত ওই কর্মীই এই কাণ্ডের জন্য দায়ী বলে অভিনেতার দাবি।
এক্স হ্যান্ডলে গুরমীত লেখেন, “এক নবনিযুক্ত গৃহকর্মী বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে পালিয়েছেন।” অন্যরা যাতে এমন কোনও সমস্যায় কখনও না পড়েন, তাই সতর্ক থাকার বার্তা দিয়েছেন গুরমীত।
আরও পড়ুন:
তিনি লেখেন, “ভাগ্যিস কোনও ব্যক্তিকে কাজে নেওয়ার আগে তাঁর পরিচয়, পারিবারিক অবস্থা, আগে কোথায় কাজ করেছে—সবটা খতিয়ে দেখে নিই। তাই এ ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে পেরেছি।” ঘটনার সময় অভিনেতা বাড়িতে ছিলেন। সে কথা ভেবেও যেন খানিকটা স্বস্তি বোধ করছেন। মেয়েরা সুরক্ষিত, শান্তি পেয়েছেন গুরমীত। অভিনেতা লেখেন, “দ্রুত পদক্ষেপ করার কারণে চুরি যাওয়া অনেক জিনিসই উদ্ধার করতে পেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সবাই আমরা নিরাপদে রয়েছি। সবাইকে বলব সতর্ক থাকুন। বাড়িতে অচেনা কেউ প্রবেশ করলে তাঁদের সব নথিপত্র যাচাই করে নিন।”
গত জানুয়ারি মাসে সইফের বাড়িতেও ঘটেছিল এমনই এক ভয়ানক কাণ্ড। যদিও গুরমীতের বাড়ির চুরি কাণ্ডের থেকে বড় আকার ধারণ করেছিল সেই ঘটনা। হামলার ঘটনার পর সইফকে বেশ কিছু দিন হাসপাতালেও থাকতে হয়।