বলি-ব্রিগেডে আসছেন আরও এক স্টার-তনয়। হর্ষবর্ধন কপূর! দিদি সোনমের পথেই হাঁটবেন অনিল কপূরের ছেলে। রাকেশ ওমপ্রকাশ মেহরার ছবি ‘মির্জা’-য় দেখা যাবে বছর পঁচিশের হর্ষকে। তাঁর বিপরীতে রয়েছেন নবাগতা সাইয়ামি খের। ফিল্মি পরিবেশে ব়ড় হওয়া হর্ষ এর আগে অনুরাগ কাশ্যপের সঙ্গে ‘বম্বে ভেলভেট’-এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এত দিন পর্দার পিছনে কাজ করার পর এ বার তাঁর সামনে আসার পালা।
‘মির্জা’র সাইয়ামিও কিন্তু অভিনয়ে একেবারে আনকোরা নন। শাবানা আজমির ভাইঝি সাইয়ামিকে ইতিমধ্যেই দক্ষিণের ছবিতে দেখা গিয়েছে। হর্ষের সঙ্গে সঙ্গে এ বার তাঁরও বলিউড প্রবেশের পালা।
‘ভাগ মিলখা ভাগ’-এর পর রাকেশের পরবর্তী ছবি ‘মির্জা’ নিয়ে ইতিমধ্যেই প্রত্যাশা বাড়ছে। গত সেপ্টেম্বর থেকেই এর শুটিংও শুরু হয়েছে। চলতি বছরেই মুক্তি পাবে এই রোম্যান্টিক ড্রামা। হর্ষ-সাইয়ামি ছাড়াও ওম পুরী, কে কে রায়নাও রয়েছেন মির্জায়। গত ডিসেম্বরেই ছবির ট্রেলার রিলিজ হয়েছ। নীচের ভিডিওতে দেখা যাক ‘মির্জা’র এক ঝলক।
ভিডিওটি দেখতে ক্লিক করুন