রবিবার, ৩০ নভেম্বর জন্মদিন তাঁর। শুটিং থেকে দু’দিনের ছুটিতে জিৎ। এ দিন প্রকাশ্যে তাঁর আগামী ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম ঝলক।
পর্দায় জিৎ মানেই তারকার জৌলুস। সেই জৌলুস সরিয়ে কতটা ‘বিপ্লবী’ হয়ে উঠতে পারলেন?
আনন্দবাজার ডট কম প্রশ্ন করেছিল ছবির পরিচালক পথিকৃৎ বসুকে। ছবির শুটিং মাত্র ৫০ শতাংশ শেষ। তাই জোরকদমে ব্যস্ত সকলে। একটা দৃশ্য ক্যামেরাবন্দি করেই পথিকৃৎ ফোনে সাড়া দিয়েছেন। বললেন, “রোজ মেকআপ ভ্যান থেকে যখন নেমেছেন আপাদমস্তক চরিত্র হয়েই নেমেছেন। তার পরেও বলব, ছবির স্বার্থে, চিত্রনাট্যের খাতিরে কোথাও আমরা তাঁর ওই তারকাসুলভ জৌলুস ব্যবহার করেছি। কিন্তু সেটা চরিত্রকে ছাপিয়ে যায়নি।” একবার কাজ শুরু করলে নায়ক নাকি চট করে ছুটি নেন না। জন্মদিনের কারণেই দিন দুয়েকের জন্য বাড়িতে। “তাড়াতাড়ি শুটিং শেষ করতে পারলে জিৎদার বাড়িতে যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক”, বললেন পরিচালক।
আরও পড়ুন:
তারকাসুলভ হাবভাব না-হয় সরিয়ে রেখেছেন। ঝলক বলছে, ওজনও ঝরিয়েছেন জিৎ। আর কী করেছেন অভিনেতা?
পরিচালক জানিয়েছেন, লাঠিখেলা শিখেছেন। মার্শাল আর্টে পারদর্শী হয়েছেন। খুঁটিয়ে চিত্রনাট্য পড়েছেন। যে সময় পর্দায় দেখানো হবে, সেই সময় নিয়ে পড়াশোনা করেছেন। সংলাপের উচ্চারণ নিয়ে মাথা ঘামিয়েছেন। একবারও মনে হয়নি, সুপারস্টার কতটা চরিত্র হয়ে উঠতে পারবেন? ভাল অভিনেতাকে নিলে হয়তো চরিত্র বেশি জীবন্ত হত! এ রকম কিছু একবারের জন্যও মনে হয়নি পথিকৃতের। কারণ, চরিত্রের গভীরতা বহন করতে চওড়া কাঁধ দরকার। সেটা জিতের রয়েছে।
কিছু দিন আগে দেবও ডাকাত হয়েছেন। ‘রঘু ডাকাত’-এ স্বাধীনতাসংগ্রাম, ইংরেজদের রাজত্ব জায়গা করে নিয়েছে। এ বার জিৎ। তুল্যমূল্য বিচার তো হবেই? এ সব নিয়ে এখনই মাথা ঘামাতে রাজি নন পরিচালক। তাঁর বিশ্বাস, জিৎ যে ভাবে নানা সাজে পর্দায় ধরা দেবেন, গল্প এগিয়ে নিয়ে যাবেন, তার সঙ্গে অন্য ছবির তুলনাই উঠবে না।