ধোঁয়া ওঠা এক প্লেট মুচমুচে আলুভাজা। চাট মশলা আর লঙ্কা গুঁড়ো ছড়ানো! কনকনে শীতে পাহাড়ি আড্ডা জমাতে আর কী-ই বা চাই! আর কিছু লাগেওনি। দিব্যি জমে গিয়েছে ঠেক। করিনা কপূর এবং বিজয় বর্মার!
নিজের প্রথম ওয়েব সিরিজ, সুজয় ঘোষের ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর শ্যুটিং। তা-ও আবার দার্জিলিং-এ। ভীষণ খুশি কপূর-কন্যে। ইউনিটের সবার সঙ্গে মজায় মাতছেন। দেদার খাচ্ছেন। একে বাঙালি পরিচালকের সঙ্গে কাজ। তাতে বাংলায় এসে শ্যুট। সেই ছুতোয় ভোজনরসিক বাঙালির পেটপুজোর নেশাকেই যেন আপন করে ফেলেছেন সইফ আলি খানের ঘরনি!