প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণের পর থেকে বিতর্কের সৃষ্টি হয়েছে। দুই ছেলে সানি দেওল, ববি দেওলের সঙ্গে অভিনেতার দ্বিতীয় পক্ষের স্ত্রী হেমা মালিনী এবং তাঁর দুই মেয়ের সম্পর্ককে ঘিরে শুরু হয়েছে আলোচনা। দু’পক্ষই আলাদা আলাদা ভাবে প্রয়াত অভিনেতার স্মরণসভার আয়োজন করেছিলেন। নেপথ্যে রয়েছে কী কারণ? খোলসা করলেন হেমা নিজেই।
এত দিন এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। কিন্তু বার বার একই প্রশ্নের সম্মুখীন হতে হয় হেমা-সহ সবাইকে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এটা একান্তই আমাদের পারিবারিক বিষয়, যা নিয়ে আলোচনা করতে আমি ইচ্ছুক নই।” তবে দিল্লি এবং মথুরায় আলাদা আলাদা স্মরণসভা আয়োজনের সপক্ষে যুক্তিও দেখিয়েছেন প্রবীণ অভিনেত্রী।
হেমা যোগ করেন, “আমার একটা রাজনৈতিক দিক রয়েছে। সেখানেও কিছু পরিচিত মানুষ আছেন। তাঁদের জন্য দিল্লিতে আলাদা স্মরণসভার আয়োজন করেছিলাম। আর মথুরা আমার এলাকা। সেখানে প্রচুর মানুষ আছেন যাঁরা ধর্মেন্দ্রভক্ত। তাঁদের জন্যও তাই স্মরণসভার আয়োজন করেছিলাম।” অভিনেত্রীর দাবি, তাঁর ঘনিষ্ঠবৃত্তের অনেকের সঙ্গেই সানি, ববি এবং তাঁদের মা প্রকাশ কৌরের পরিচয় নেই। তাই আলাদা করে আয়োজন করেছিলেন তাঁরা। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সানি-ববি।