Advertisement
E-Paper

‘কে যেন গলা টিপে ধরল’, কোন অভিজ্ঞতার মুখে পড়েছিলেন হেমা মালিনী?

হেমা যখন চেন্নাই থেকে মায়ানগরীতে আসেন সেই সময় একই সঙ্গে যেমন নিজেকে প্রতিষ্ঠা করার লড়াই লড়তে হয়, তেমনই এক অদ্ভুতুড়ে অভিজ্ঞতা হয় তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ২০:৫৯
হেমা মালিনী।

হেমা মালিনী। ছবি: সংগৃহীত।

সদ্য স্বামী ধর্মেন্দ্রকে হারিয়েছেন হেমা মালিনী। এখন সব কিছুর সঙ্গে ধাতস্থ হতে খানিকটা সময় লাগছে অভিনেত্রীর। তাঁর দীর্ঘ অভিনয়জীবন। মুম্বইয়ে নিজের বাংলো রয়েছে। তবে অভিনেত্রী যখন চেন্নাই থেকে মায়ানগরীতে আসেন, সেই সময়ে যেমন নিজেকে প্রতিষ্ঠা করার লড়াই করতে হয়, তেমনই এক অদ্ভুতুড়ে অভিজ্ঞতা হয় তাঁর।

চেন্নাইয়ে যথেষ্ট স্বচ্ছল জীবন ছিল তাঁর। সে সব ছেড়ে হাজারও প্রতিকূলতা পেরিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আত্মজীবনী ‘হেমা মালিনী: বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’-এ নিজের জীবনের বহু অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। সেখানেই তিনি জানান অভিনয় শুরুর জীবনের কথা। তখনও ধর্মেন্দ্রের সঙ্গে বিয়ে হয়নি তাঁর। বান্দ্রার একটি ছোট ফ্ল্যাটে থাকতেন। সেখানেই অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে তাঁর সঙ্গে। হেমা বলেন, ‘‘প্রতি দিন রাতে আমার মনে হত কেউ আমার গলা টিপে ধরতে আসছে। রাতে আমার মা আমার সঙ্গেই শুতেন। তিনি দেখেছেন, আমি ঠিক কতটা ভয়ে রাত কাটাতাম। যদি ও রকম ঘটনা দু-একবার ঘটত তা হলেও অতটা চিন্তিত হতাম না। কিন্তু দেখলাম ক্রমশ ওই ঘটনা প্রতি দিন রাতেই আমার সঙ্গে ঘটছে।’’

তার পরই মুম্বইয়ে বাংলোর খোঁজ শুরু করেন। ধর্মেন্দ্রের সঙ্গে বিয়ের পরই নাকি অভিনেত্রী জুহুর বাংলোয় থাকা শুরু করেন। সমুদ্রমুখী গাছপালা বাগানবেষ্টিত এই বাংলোতেই জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন অভিনেত্রী।

Hema Malini Bollywood Actress Bollywood Star Horror Stories
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy