মানুষের প্রতি মানুষের ভালবাসা কমে যাচ্ছে। বাড়ছে হিংসা। চারপাশে তাকালেই তার অজস্র নজির। স্বর্গে দেবতারা চিন্তায়। শেষমেশ ঠিক হয় মানুষের মধ্যে ভালবাসা জাগাতে মদন দেবকে পাঠানো হবে মর্ত্যে। কিন্তু মদন দেব ছুটিতে। তাই তার জায়গায় নিয়োগ করা হয় মদন টু-কে। মদন টু কি পারবে মর্ত্যে ভালবাসা জাগাতে? এই প্রশ্নেরই উত্তর খুঁজবে জি বাংলা সিনেমা অরিজিনালস্-এর ফিল্ম ‘হে ভগবান’।
ফিল্মের অন্যতম পরিচালক রাজদীপ ঘোষ বললেন, “স্বর্গ আর মর্ত্যের গল্প। মর্ত্যে ভালবাসা কমে গিয়ে হিংসা বাড়ছে। সেটাকে কী করে রোধ করা যায় সেই চেষ্টা করছেন ভগবান বিষ্ণু।”
বিষ্ণুর চরিত্রে অরিন্দম গঙ্গোপাধ্যায় যোগ করলেন, “কর্পোরেট হতে হতে মানুষের জীবনে ভালবাসা কমে যাচ্ছে। পৃথিবীতে ভালবাসা ফিরে আসুক, এটাই ফিল্মের মূল বক্তব্য।”মদন টু-এর ভূমিকায় সৌরভ দাস।ভালবাসা কি জাগাতে পারলেন? তাঁর উত্তর: “প্রেমের ভগবান মর্ত্যে এসেছিল ভালবাসা জাগাতে। সেখান থেকে প্রেমের ভগবানই প্রেমে পড়ে যায়।”