খুব মিস করব অভিষেককে, বললেন ‘শিবানী শিবাজী রাও’ ওরফে রানি মুখোপাধ্যায়। কিন্তু কেন? এত বছর পরে ‘প্রাক্তন’কে হঠাৎ মিস করতেই বা যাবেন কেন তিনি?
পনেরো বছর পর ফিরছে ‘বান্টি অউর বাবলি’-র সিকুয়েল। দুই প্রধান চরিত্র ‘গাল্লি বয়’-খ্যাত সিদ্ধান্ত চতুর্বেদী ও নবাগতা শর্বরী। নতুন মুখের পাশাপাশি যশ রাজ ফিল্মস প্রযোজিত ‘বান্টি অউর বাবলি’ ছবির সিকুয়েলে থাকছেন পুরনো বাবলি রানি মুখোপাধ্যায়ও। তবে পাল্টে গিয়েছে তাঁর জুড়িদার। অভিষেক বচ্চনের জায়গায় এ বার রানির পার্টনার সইফ আলি খান। পুরনো ‘বান্টি’ অভিষেক নেই কেন?
সূত্র বলছে, সইফের আগে নাকি অভিষেককেই প্রথমে ওই ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু চিত্রনাট্য নাকি একেবারেই পছন্দ হয়নি ‘ছোটে বচ্চন’-এর। সেই জন্য নাকি রাজিও হননি তিনি। অগত্যা নবাগত পরিচালক বরুণ শর্মা এর পর চিত্রনাট্য নিয়ে যান ছোটে নবাবের কাছে।