রবিবার। বেশিরভাগেরই ছুটির দিন। আর কিছুক্ষণ পরেই বিশ্বকাপের মাঠে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সব কাজ সেরে টিভির সামনে বসে পড়াটাই যা বাকি…। হাই ভোল্টেজ ম্যাচ শুরুর আগে গোটা দেশ তৈরি হচ্ছে। বাদ নন সেলেবরাও। শাহরুখ খানও প্রস্তুতি নিচ্ছেন নিজের মতো করে।
সোশ্যাল মিডিয়ায় শাহরুখ তাঁর এবং বড় ছেলে আরিয়ানের একটি ছবি শেয়ার করেছেন। ক্যামেরার দিকে পিছন করে বসে রয়েছেন দু’জনেই। শাহরুখের টিশার্টের পিঠে লেখা রয়েছে ‘মুফাসা’ এবং আরিয়ানের পিঠে লেখা ‘সিম্বা’। রবিবার ফার্দাস ডে। সেই উইশও করেছেন কিঙ্গ খান।
কিন্তু বাবা-ছেলের টি-শার্টে ‘মুফাসা’ এবং ‘সিম্বা’ কেন লেখা? আসলে অ্যানিমেশন ছবি ‘দ্য লায়ন কিং’-এর দুটি চরিত্রের নাম লেখা রয়েছে তাঁদের টি-শার্টে। বলি সূত্রে খবর, আজ কোনও শুটিং রাখেননি শাহরুখ। বাড়িতে বসে পরিবার এবং বন্ধুদের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখাই নাকি তাঁর আজকের রুটিন।
আরও পড়ুন, ‘নিকাহ’র সেই সালমা আগা এখন কী করেন জানেন?
(শাহরুখ, আমির, সলমান না অক্ষয়। কে করছেন বক্স অফিসে রাজ? দেখে নিন আমাদের বিনোদন বিভাগে।)
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।