Advertisement
E-Paper

‘এখন অনেক ভাল আছে রণদীপ, খুব লড়ছে!’, ছেলের জন্মদিনে আর কী বললেন সৌমিত্র-কন্যা পৌলমী

“রণদীপের বাবা ওর চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছেন। আমরাও ওকে আগলাচ্ছি। রণদীপ আমাদের সঙ্গে সমানে লড়াই করছে।”

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১৫:০৭
রণদীপ বসুকে নিয়ে বললেন পৌলমী বসু।

রণদীপ বসুকে নিয়ে বললেন পৌলমী বসু। ছবি: ফেসবুক।

শুক্রবার রাত থেকে নিউ আলিপুরের বাড়ি সরগরম। সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসুর জন্মদিন। বন্ধুরা আসছেন তাঁর কাছে। গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন তাঁকে। শনিবার নিজের হাতে ছেলের জন্য ছোলার ডাল, মাংস, পায়েস রেঁধেছেন থিয়েটারকর্মী পৌলমী বসু। সকাল সকাল কেক-কাটা পর্ব সারা।

কেমন আছেন রণদীপ? ন’বছর আগের এক পথদুর্ঘটনার জেরে আর পাঁচটা যুবকের মতো একশো শতাংশ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না রণদীপ। তবে এখন অনেকটাই সুস্থ তিনি। মা পৌলমীর কথায়, “অনেক ভাল আছে। রণদীপ এখন নিজে উঠে বসতে পারে। মস্তিষ্ক ক্ষুরধার। প্রচণ্ড রসিক। ভীষণ ইতিবাচক। সারা ক্ষণ হাসি-মজায় মাতিয়ে রাখে আমাদের। রণদীপ জানে, ওকে নিজের পায়ে উঠে দাঁড়াতে হবে। সেই চেষ্টা আপ্রাণ করছে।”

বিলু দত্ত, বোন মেখলার সঙ্গে রণদীপ।

বিলু দত্ত, বোন মেখলার সঙ্গে রণদীপ। ছবি: ফেসবুক।

জন্মদিনে রণদীপকে ঘিরে থাকেন পরিবার, বন্ধুরা। রণদীপ হুইলচেয়ারে বসে থাকেন। সকলের সঙ্গে উপভোগ করেন সব কিছু। এখনও কথা বলার মতো অবস্থায় আসেননি রণদীপ। একটি কি-বোর্ডে ধীরে ধীরে টাইপ করে কথা বলেন সকলের সঙ্গে। সেই টাইপিং দেখে পাশে বসা সঙ্গীরা তাঁর বক্তব্য বুঝে নেন। এ ভাবেই নানা রকমের মজার গল্প ভাগ করে নেন রণদীপ। এমনকি, রণদীপ এখন হুইলচেয়ারে বসে পৌলমীর নাটকও দেখতে যান! “১৯ জানুয়ারি বাবার জন্মদিন। ওই দিন আমরা নাটক মঞ্চস্থ করব। রণদীপ দেখতে যাবে,” বললেন পৌলমী।

রণদীপকে নিয়ে কী বলছেন তাঁর চিকিৎসকেরা? পৌলমী বলেছেন, “ওঁদের পরামর্শ মেনেই ছেলের চিকিৎসা চলছে। ওর বাবা ছেলের চিকিৎসার সমস্ত দায়িত্ব পালন করেন। আমরাও আছি। তার থেকেও বড় কথা, রণদীপ নিজেও আমাদের এ ব্যাপারে খুবই সহযোগিতা করে।” সন্তানের আগামী দিন নিয়ে দুর্ভাবনায় ভোগেন পৌলমী? বিষয়টি একেবারে অস্বীকার করেননি সৌমিত্র-কন্যা। বলেছেন, “সন্তানকে নিয়ে কোন মায়ের না চিন্তা হয়! আবার এ-ও জানি, রণদীপ সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা আছি। ওর বোন মেখলা দাদাঅন্ত প্রাণ। রণদীপকে নিয়ে তাই কিসের চিন্তা?”

Poulami Bose soumitra chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy