Advertisement
E-Paper

‘রাসমণি’র নূর এবং তানিয়ার অফস্ক্রিন কেমিস্ট্রি কেমন?

সম্প্রতি ভিসা এবং নির্বাচনী প্রচার সংক্রান্ত জটিলতায় নূরকে ফিরে যেতে হয়েছে বাংলাদেশে।

মৌসুমী বিলকিস

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ০০:০১
‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে গাজি আব্দুন নূর ও বিধবার বেশে তানিয়া কর। —নিজস্ব চিত্র।

‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে গাজি আব্দুন নূর ও বিধবার বেশে তানিয়া কর। —নিজস্ব চিত্র।

‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের কোন কোন চরিত্র আপাতত নেই? আনন্দময়ী (তানিয়া কর) এবং রাজচন্দ্র (গাজি আব্দুন নূর)। এই দুজনকে ধারাবাহিকে আপাতত দেখা যাচ্ছে না। রাজচন্দ্রর মৃত্যুও দেখেছেন দর্শক।

সম্প্রতি ভিসা এবং নির্বাচনী প্রচার সংক্রান্ত জটিলতায় নূরকে ফিরে যেতে হয়েছে বাংলাদেশে। আপাতত এপার বাংলায় তাঁর কেরিয়ারও প্রশ্নের মুখে। এদিকে আনন্দময়ী মানে তানিয়াও বিদেশে, নাইজিরিয়ায়। ধারাবাহিকের সেট কতটা মিস করছেন তাঁরা? পরস্পরের সঙ্গে অফস্ক্রিন সম্পর্কই বা কেমন?

নূর বললেন, “তানিয়াদি আমার কাছে বড়দির মতো। সারা জীবন মনে রাখব। ‘রাসমণি’-তে... লাইট কী ভাবে নিতে হবে, লুক কোথায় দিতে হবে প্রথমদিকে বুঝতে পারতাম না... তানিয়াদি প্রথম থেকেই আমাকে খুব হেল্প করেছিল। ও কোথাও গিয়ে আমার মায়ের মতো। কিছু মানুষ আছেন, দেখলেই শ্রদ্ধা করতে ইচ্ছে হয়... তানিয়াদিও সেরকম। সবাই আমাদের নিয়ে মজা করতো। বলতো, ‘এই দেখ, বৌঠানের প্রেমে পড়েছে’ (আনন্দময়ী রাজচন্দ্রর বৌঠান)। কিন্তু বিষয়টা তা ছিল না।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অন্যদিকে তানিয়া শেয়ার করলেন, “নূরকে আমি আগে থেকে চিনতাম না। কিন্তু কাজ করতে গিয়ে ওর সঙ্গে খুব ভাল বণ্ডিং হয়ে গেছে। ও খুব ভাল মানুষ। ও যেভাবে আমাকে ‘দি’ বলে ডাকে... সামহাউ এই ডাকটা আমার খুব সুইট লাগে। অনেক শুভেচ্ছা আর ভালবাসা ওর জন্য।”

গল্পের আনন্দময়ী ও রাজচন্দ্রর সম্পর্ক কেমন ছিল? নূর বললেন, “প্রথমদিকে তো গল্পে খুব জটিল দৃশ্য ছিল... কোথাও গিয়ে দর্শকরা হয়তো ভেবেছে এই দুই চরিত্রর মধ্যে প্রেম আছে। খুব ক্রিটিক্যাল, একটু এদিক ওদিক হলে ব্যালান্স থাকতো না। একটু এদিক ওদিক হলেই তানিয়াদির চরিত্রটা নেগেটিভ হয়ে যেতে পারত।”

গাজি আব্দুন নুর। —নিজস্ব চিত্র।

আনন্দময়ীকে গল্পে মৃত দেখানো হয়নি। চরিত্রটা কি আবার ফিরতে পারে? নূর বললেন, “হ্যাঁ, তানিয়াদির চরিত্রটা গল্পে এখনও জীবিত। এমন হতেই পারে যে তানিয়াদি কলকাতা ফিরলে আবার তাঁর চরিত্রটা গল্পে এল।”

আরও পড়ুন: বরুণের বিয়ে কবে? কনফার্ম করলেন ডেভিড ধবন

অন্যদিকে নতুন সংসারে কেমন আছেন তানিয়া? তাঁর কথায়, “আমার সবে একবছর বিয়ে হয়েছে... অবশ্যই অনেক কিছু এনজয় করার আছে, অনেক কিছু নতুন করে দেখার রয়েছে, অনেক কিছু জীবন থেকে শেখার রয়েছে। সব মিলিয়ে একটা মিক্সড ফিলিং। বিয়ের পর আমার বরের থেকে প্রায় আট/ন মাস আলাদা ছিলাম... তো এখন একসঙ্গে থাকতে পেরে ভাল লাগছে। তবে অবশ্যই, শুটিং ফ্লোর মিস করছি। রাসমনির যে পরিবার ছিল সেটা নিজের পরিবারের থেকে কিছু কম নয়... সবাইকে মিস করছি... নূর, দিতিপ্রিয়া, অন্যদেরও।”

আরও পড়ুন: ‘তুমি এলে পূর্বরাগের প্রথম পাঠে…’, দেখুন পাওলি-শিবপ্রসাদের কেমিস্ট্রি

নির্বাচনী বিতর্কে জড়িয়ে পড়ায় টলিউডে কি নূরের কেরিয়ার অনিশ্চিত হয়ে পড়ল? নাম প্রকাশে অনিচ্ছুক টেলি ইণ্ডাস্ট্রির এক গুরুত্বপূর্ণ ব্যক্তি জানালেন, “নূর অত্যন্ত ভাল মানুষ। কেন যে এসব জটিলতায় জড়িয়ে পড়ল? ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও থেকে যাওয়াটা উচিত হয়নি। ভোট প্রচারে অংশ নেওয়ার আগে ভেবে দেখাও উচিত ছিল। আপাতত এপারে কাজ করার সুযোগ থাকলো না। ক্ষতিটা ওরই হল।”

নির্বাচনী প্রচারে অংশ নেওয়া বিষয়ে যদিও নূর বললেন, “এর আগে অনেকবার বলেছি, প্রচারে যাইনি। এ বিষয়ে আর কোনও কথা বলার ইচ্ছে নেই।”

ফলে তানিয়া হয়তো ফিরবেন। কিন্তু নূর কি আদৌ এ বাংলায় কাজ করতে পারবেন? প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির অন্দরেই।

Television Television Serial Celebrities Karunamoyee Rani Rashmoni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy