Advertisement
E-Paper

অর্ডার নিয়ে বর্ডার ক্রস নুসরতের! মিমির পুজোয় এলেন কে? চর্চায় ‘ফেলুদা’র প্রথম পুজোর কাণ্ড

সারা বছর পরিশ্রম। পুজোর চারটে দিন তারকারাও মাটির কাছাকাছি। পুজোর ফিতে কাটার পাশাপাশি আর কী করেন তাঁরা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০১
নুসরত জাহান, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তীর পুজো।

নুসরত জাহান, টোটা রায়চৌধুরী, মিমি চক্রবর্তীর পুজো। ছবি: ফেসবুক, ইনস্টাগ্রাম।

দেখতে দেখতে ষষ্ঠী। দেবীর বোধন, শহর জুড়ে উদ্‌যাপন। সারা বছর ধরে পরিশ্রম। পুজোর চারটে দিন রুপোলি পর্দার তারকারাও মাটির কাছাকাছি থাকতে ভালবাসেন। পুজোর ফিতে কাটার সঙ্গে আর কী করেন তাঁরা? খোঁজে আনন্দবাজার ডট কম।

মিমি চক্রবর্তীর বাড়িতে পুজো। নায়িকা প্রচণ্ড ঈশ্বরভক্ত। দেবী আরাধনায় ত্রুটি রাখবেন না তাই। এ বছর পুজোয় মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘রক্তবীজ ২’। ছবির বিশেষ প্রদর্শনে এসে নায়িকা জানিয়েছিলেন, তাঁর মা হিমাচলপ্রদেশে বেড়াতে গিয়েছেন। বাড়িতে পুজো। তাই বাবা তাঁর সঙ্গী। দেবীশক্তির আরাধনা মানেই লাল রং। মিমি লাল রঙের লেহেঙ্গা-চোলি, সোনার গয়নায় সেজে দেবী দুর্গার সামনে। হাঁটু মুড়ে বসে নতমস্তকে দেবীকে প্রণাম করেছেন। সবাইকে দিয়েছেন শুভ শারদীয়ার বার্তা।

ঢাকে কাঠি টোটা রায়চৌধুরীর।

ঢাকে কাঠি টোটা রায়চৌধুরীর। ছবি: ইনস্টাগ্রাম।

২০২৫ মনে রাখার মতো বছর টোটা রায়চৌধুরীর কাছে। সন্দীপ রায়ের অলিখিত ইচ্ছাকে সম্মান জানিয়ে ‘ফেলুদা’ আসে শীতে, বড়দিনের আবহে। এ বছর সত্যজিৎ রায়ের তৈরি গোয়েন্দা রহস্যের সমাধান করবেন শারদীয়ায়! আনন্দবাজার ডট কম-কে সে কথা জানিয়েছিলেন তিনি। পঞ্চমীতে দেখা গেল তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ঢাক বাজাচ্ছেন! বাঙালির উৎসবের পোশাক ধুতি-পাঞ্জাবিতে সেজে। ঢাকের তালে তাঁর কোমর না দুললেও ছন্দে দুলেছেন বাকিরা। পুজো উদ্বোধনের পাশাপাশি টোটা পরিবারের সকলের সঙ্গেও সময় কাটাবেন। বই পড়া, গান শোনা, ভালমন্দ খাওয়া-দাওয়া পুজোর অবসর বিনোদন। ঠাকুর দেখতে যাবেন ভোররাতে।

দিল্লির পুজোয় নুসরত জাহান।

দিল্লির পুজোয় নুসরত জাহান। ছবি: ইনস্টাগ্রাম।

এ বছর বড়পর্দায় নুসরত জাহানের একটিই আবেদন, ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না’। বাস্তবে তিনি নিজের শহর ছেড়ে দিল্লিতে! নায়িকা নিজেই জানিয়েছেন, রাজধানীর ২৫ বছরের পুজোয় শামিল হতে পেরে খুশি তিনি। সোনালি টিস্যু শাড়িতে, তাঁর চোখেমুখে সেই আভা জ্বলজ্বল করছে।

পুজোর সাজে কোয়েল মল্লিক।

পুজোর সাজে কোয়েল মল্লিক। ছবি: ইনস্টাগ্রাম।

পুজোর প্রথম দিন। এখনও ভবানীপুরে বাবা রঞ্জিত মল্লিকের বাড়িতে ‘উমা’ কোয়েল মল্লিক পা রাখেননি। তার আগেই অনুরাগীদের ষষ্ঠীর শুভেচ্ছায় জানিয়েছেন। জরি দিয়ে বোনা রানিরঙা সিল্ক, শাঁখা-পলা, মানানসই গয়না, খোঁপায় ফুল-- নায়িকার পুজোর সাজ শুরু।

বাড়িতে আত্মীয়দের আনাগোনা। দুই সন্তান ইউভান, ইয়ালিনিকে পুজোয় সাজানোর দায়িত্ব তাঁর। সে সব সামলে পুজো উদ্বোধনে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সবুজ শাড়িতে সুন্দরী নায়িকা উপস্থিত বিবেকানন্দ রোডের পুজোয়। হাসিমুখে উদ্যোক্তাদের সঙ্গে মিশে গিয়েছেন। আশীর্বাদ নিয়েছেন ঈশ্বরের।

ছিমছাম সাজে ইশা সাহা।

ছিমছাম সাজে ইশা সাহা। ছবি: ইনস্টাগ্রাম।

ছিমছাম সেজেছেন ইশা সাহা। চকলেট রঙের শাড়ির পাড়ে ঢাকাই কাজ। খোলা চুলে, চওড়া কাজলে, অল্প গয়নায় সুন্দর দেখিয়েছে। দেবী প্রতিমার সামনে ভক্তিভরে জোড়হাতে প্রার্থনাও জানিয়েছেন নায়িকা।

ধুতি-পাঞ্জাবিতে শোভিত রাজনন্দিনী পাল।

ধুতি-পাঞ্জাবিতে শোভিত রাজনন্দিনী পাল। ছবি: ইনস্টাগ্রাম।

ষষ্ঠী মানে পুজোর শুরু। এ দিন সাদা ধুতি, কুর্তি আর উত্তরীয় বেছে নিয়েছেন রাজনন্দিনী পাল। কুর্তি জুড়ে সূচ-সুতোর ফুলবাহার। সরু, সোনালি জরিপাড়ের ধুতির কুঁচি হাতে অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের কন্যার সাজে যেন ভরপুর ‘বিবিয়ানা’।

হাতে হাত রেখে প্রেম ঝালিয়ে নিচ্ছেন সৌরভ দাস, দর্শনা বণিক?

হাতে হাত রেখে প্রেম ঝালিয়ে নিচ্ছেন সৌরভ দাস, দর্শনা বণিক? ছবি: ইনস্টাগ্রাম।

পাঁচ দিনের ছুটি পেতেই খুনসুটিতে সৌরভ দাস-দর্শনা বণিক। মণ্ডপে ঠাকুর দেখতে গিয়ে দু’জনে দু’জনায় মত্ত! পুজোর সকালে সৌরভের পছন্দ কাজ করা সাদা পাঞ্জাবি আর চোস্ত। গোলাপি শিফনে দর্শনা প্রজাপতির মতোই ফুরফুরে।

Nusrat Jahan Tota Roy Chowdhury Mimi Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy