‘পঞ্চায়েত’-এই নজর কেড়েছিলেন। সিরিজের দ্বিতীয় সিজন ‘পঞ্চায়েত ২’-তে চমকে দিল তাঁর অভিনয়ের বলিষ্ঠতা। গল্পের ‘সচিবজি’ ওরফে ‘অভিষেক ত্রিপাঠী’র নাম এখন ঘরে ঘরে। জানেন কি, কত টাকা আয় করলেন এই চরিত্রের অভিনেতা জিতেন্দ্র কুমার?
সহজ-সরল, পাশের বাড়ির ছেলে যেন। শহর থেকে গ্রামে গিয়ে নাকানিচোবানি খাওয়া তরুণ কী করে মানিয়ে নেয় নতুন পরিবেশে, কী ভাবে অচেনা মানুষেরাই হয়ে ওঠে তার আপনজন, তারই গল্প বলেছিল ‘পঞ্চায়েত’। ফুলেরা গ্রাম পঞ্চায়েতে নতুন সচিব হয়ে আসা অভিষেক ত্রিপাঠীকে নিজের অভিনয়ের গুণে জীবন্ত করে তুলেছিলেন অভিনেতা জিতেন্দ্র। দর্শকেরা বলছেন, অ্যামাজন প্রাইম সিরিজের দ্বিতীয় সিজনে সেই জিতেন্দ্রই যেন আরও বলিষ্ঠ। প্রতিটি সংলাপে, প্রতিটি অভিব্যক্তিতে একেবারে নিখুঁত। আর তাই দ্বিতীয় সিজনে ‘সচিবজি’ যখন নিজের দায়িত্ব পালনে আরও বেশি করে জড়িয়ে পড়ে গ্রামের মানুষের সঙ্গে, তাকে যেন আরও প্রাণবন্ত, আরও বিশ্বাসযোগ্য লাগে।