কোনও কিছু মনে ধরলে সেটি যেন শেষ না হয়— এই কামনাই করেন অনেকে। অনুরূপ ঘটনা দেখা যাচ্ছে ছবির ক্ষেত্রেও।‘ভুল ভুলাইয়া’ (২০০৭) এবং ‘কবীর সিংহ’ (২০১৯)-র মতো ছবি দেশে এত জনপ্রিয় হয়েছে যে, প্রযোজকদের ইচ্ছে এগুলোর সিক্যুয়েল বানানো হোক। ফিরে ফিরে আসুক মঞ্জুলিকার ভূত কিংবা কবীরের মতো জেদি ডাক্তারের চরিত্ররা।
‘ভুল ভুলাইয়া-২’ তৈরি সেই জায়গা থেকেই। আবারও রাজস্থানের পোড়ো প্রাসাদে মঞ্জুলিকাকে দেখতে ছুটে এসেছেন দর্শক। বক্স অফিসের আয় ১০০ কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। সেই দেখেই পরবর্তী পরিকল্পনা ফেঁদেছেন প্রযোজক ভূষণ কুমার এবং মুরাদ খেতানি। খুব শীঘ্রই তৈরি হবে ‘ভুল ভুলাইয়া-৩’।
শুধু তা-ই নয়, একটি সাক্ষাৎকারে ভূষণ কুমার জানান, শাহিদ কপূর অভিনীত ‘কবীর সিংহ’-র দ্বিতীয় পর্ব নিয়েও ভাবনাচিন্তা করছেন। পাশ থেকে মুরাদ খেতানি বলেন, ‘আশিকি-৩’ হবে তার আগে।’