Advertisement
E-Paper

কানের ফ্যাশন সরণিতে...

৭০তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে গ্ল্যামার ঝলসালেন যাঁরা৭০তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে গ্ল্যামার ঝলসালেন যাঁরা

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০০:০০
এলি, জুলিয়ান, সুসানের সঙ্গে দীপিকা

এলি, জুলিয়ান, সুসানের সঙ্গে দীপিকা

এ বার আর হতাশ করেননি দীপিকা পাড়ুকোন। পুরো প্রস্ততি নিয়েই কানের রেড কার্পেটে হাঁটলেন। মারকেজা নটের ওয়াইন রঙা গাউনে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তিনি। একটি প্রসাধনী সংস্থার হয়ে কানে এসেছেন দীপিকা। কানের জন্য এখনও পর্যন্ত যে ক’টা লুক সেট করেছেন তিনি, সব ক’টাই হিট। রেড কার্পেটের জন্য বোল্ড লিপস মেকআপ বেছেছিলেন তিনি। চোখে ন্যুড আইশ্যাডো আর কালো লাইনার। চুল অবশ্য খোলাই রেখেছিলেন। অ্যাকসেসরি বলতে কানের দুল।

কানের মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের চোখরাঙানি নেই, তাই আসগর ফরহাদির উপস্থিতিতে কোনও বাধা ছিল না। পরিচালকের ছবি ‘ইসমাইল’স ঘোস্ট’-এর স্ক্রিনিং ছিল। তাঁর সঙ্গে ছিলেন লিলি-রোজ ডেপ।

লিলি রোজ, ফরহাদি

সুসান স্যারান্ডন, জুলিয়ান মুর, এলি ফ্যানিংয়ের সঙ্গে রেড কার্পেটে পোজ দিলেন দীপিকা।

জুলিয়ান

৫৬ বছর বয়সেও গ্ল্যামারাস জুলিয়ান মুর। জিভাঞ্চির কুতিওর গাউনে তিনি রেড হট!

মল্লিকা

ভারতীয় সিনেমা থেকে তিনি বহু দিনই উধাও! তবে প্রতিবারের মতো এ বারেও কানের রেড কার্পেটে দেখা মিলল মল্লিকা শেরাওয়াতের।

জেসিকা

কানের জুরি মেম্বার জেসিকা চেস্টিন তাঁর রেড কার্পেট লুকের জন্য বেছেছিলেন ভারী এমব্রয়ডারি করা অফ শোল্ডার কালো গাউন।

বেলা

সাহসী পোশাকের জন্য বিখ্যাত বেলা হাদিদ। তবে এ বার একটু বেশিই হয়ে গেল বোধহয়! রেড কার্পেটে ওয়ার্ড্রোব ম্যালফাংশনের শিকার হলেন তিনি। সাইড স্লিটেড গাউনের ফাঁক দিয়ে অন্তর্বাস বেরিয়ে পড়া ফোটোগ্রাফারদের নজর এড়ায়নি।

International Film Festival 70th Cannes Film Festival Red Carpet Deepika Padukone Mallika Sherawat Dress up
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy