কেরিয়ারের প্রায় শুরু থেকেই তাঁরা একে-অপরের পরিচিত। কিন্তু জানেন কি, ঐশ্বর্যা রাইকে ঘিরে এক মারাত্মক ভুল ধারণা পোষণ করতেন ঋত্বিক রোশন? যে ধারণা শেষমেশ ভাঙল ‘ধুম ২’-র শ্যুটিংয়ে। ছবিতে একসঙ্গে অভিনয়ের সূত্রে।
কী এমন সেই ধারণা? কেনই বা তা বদলাতে বাধ্য হলেন ‘যোধা আকবর’-এর নায়ক?
এক সাক্ষাৎকারে ঋত্বিক বলেন, “প্রথম প্রথম ঐশ্বর্যাকে দেখে মনে হয়েছিল, এ মেয়ের শুধু রূপ আছে। অভিনয়ের কোনও প্রতিভা নেই। আমার সেই ধারণা ভাঙল ‘ধুম ২’-র সেটে। একসঙ্গে কাজ করতে গিয়ে বুঝলাম ঐশ্বর্যা শুধু রূপসী নয়, এক জন চিন্তাশীল এবং লক্ষ্যে অবিচল অভিনেত্রীও বটে। ওর সুন্দর মুখে যতটা ধরা পড়ে, ওর প্রতিভার ছটা তার চেয়ে অনেক অনেক গুণ বেশি।”