খেলা জমে গিয়েছে! সমকামিতা নিয়ে করিনা কপূর খান মুখ খোলার পরেই এ বার সেই পথে সুজান খানও! তিনিও কি করিনার মতোই সমকামী সঙ্গী খুঁজছেন? নাকি রূপান্তরিত হতে চাইছেন পুরুষে? বৃহস্পতিবার নেটমাধ্যমে শেয়ার হওয়া তাঁর ২টো ছবি আর ক্যাপশনে সে দিকেই প্রশ্ন তুলেছে। হৃতিক রোশন পর্যন্ত সেই ক্যাপশন পড়ে মন্তব্য করেছেন! যদিও সুজানের কীর্তি দেখে নেটাগরিকেরা দ্বিধাবিভক্ত।
কী বলছেন তাঁরা? আগে জেনে নিন, কী এমন আছে সুজানের ছবিতে। শেয়ার হওয়া ইনস্টাগ্রাম বলছে, ছোট করে চুল কেটেছেন তিনি। পরনে ছেঁড়া কালো জিন্স, কালো টপ। বাড়তি সজ্জা সাদা শার্ট। পায়ে স্নিকার। সব মিলিয়ে সুজানকে যেন ‘টম বয়’ লাগছে! সম্ভবত তাই-ই নিজেকে নিয়ে রসিকতা করেছেন সুজান, ‘মাঝে মাঝে নিজেকে পুরুষ মনে হয়!’ সুজানের এই ছবি দেখে মুগ্ধ প্রাক্তন স্বামী হৃতিক। ছোট্ট করে প্রশংসাও করেছেন, ‘সুন্দর ছবি।’