Advertisement
E-Paper

মৃত্যুর কথা এখনই ভাবছেন হৃতিক! নিজের জীবনের কোন বড় সত্য প্রকাশ্যে আনলেন অভিনেতা?

কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় পর্বে এমন নায়কোচিত চেহারা ছিল না হৃতিকের। এ বার নিজেকে নিয়ে কোন সিদ্ধান্ত নিলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ২০:৫৪
Hrithik Roshan TooK decision to donate his eyes at the of 43

হৃতিক রোশন। ছবি: সংগৃহীত।

হৃতিক রোশনের সুঠাম চেহারায় অনুপ্রাণিত আট থেকে আশি। অভিনয় তো বটেই, তবে দেহসৌষ্ঠব এবং শারীরিক সক্ষমতার জন্যেও তাঁর বিশেষ খ্যাতি বলিউডে। হৃতিকের পেশিবহুল ধারালো চেহারা লক্ষ লক্ষ অনুরাগীর অনুপ্রেরণা। বলিউডের অন্যতম ‘ফিট’ অভিনেতা তাঁকে বলাই যায়।

তবে কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় পর্বে এমন নায়কোচিত চেহারা ছিল না হৃতিকের। যা ছিল তা হল তাঁর মায়াবী দুই চোখ। ছোটবেলা থেকেই ঈষৎ কটা তাঁর চোখের মণি। যৌবনে ওই চোখের গহনে মন হারিয়েছেন বহু নায়িকাই। তাঁর চোখের চাউনিতে বাঁধা পড়েছিলেন মেক্সিকান সুন্দরী বারবারা মোরে। এ বার নিজের চক্ষুদানের সিদ্ধান্ত নিলেন অভিনেতা।

সিদ্ধান্তটা বহু বছর আগে নেওয়া। নিজের ৪৩ তম জন্মদিনে মৃত্যু পর চক্ষুদানের জন্য নিবন্ধীকরণ করিয়েছেন। যদিও প্রথম কাউকে কিছু জানাতে চাননি অভিনেতা। পরে অবশ্য সকলকে জানান। তিনি চক্ষুদানের জন্য উৎসাহিত করেন সাধারণ মানুষকে। বেশ কয়েকবছর আগে ‘কাবিল’ ছবিতে হৃতিকের অন্ধ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন।

অভিনয় জীবনের পঁচিশ বছর পার করে ফেলেছেন হৃতিক। এত বছরের কেরিয়ারে এই প্রথম হৃতিক কোনও ছবি পরিচালনা করতে চলেছেন। বাবা রাকেশের সঙ্গে ‘কৃশ ৪’-এ প্রযোজক হিসেবে জুটি বেঁধেছে যশরাজ ফিল্মস। সম্প্রতি রাকেশ রোশন হৃতিকের সঙ্গে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘ডুগ্গু, ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে উপস্থাপন করেছিলাম। এ বার আমি তোমাকে পরিচালক হিসেবে উপস্থাপন করছি।’’ এ ছাড়াও চলতি বছরে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘ওয়ার ২’।

Hrithik Roshan eye donation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy