Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Shah Rulh Khan

Hrithik-Shah Rukh-Aryan: এই পরিস্থিতিই তোমাকে বড় করে তুলবে, দুঃসময়ে শাহরুখ-পুত্রকে খোলা চিঠি হৃতিক রোশনের

আরও কয়েক দিন রুদ্ধদ্বারে আটক থাকার সম্ভাবনা তৈরি হয়েছে আরিয়ানের। সেই সময়ে ২৩ বছরের তারকা-সন্তানের মনোবল ফিরিয়ে আনার জন্য কলম ধরলেন ‘কৃশ’।

শাহরুখ-পুত্রকে চিঠি হৃতিকের

শাহরুখ-পুত্রকে চিঠি হৃতিকের

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২১ ১৪:৪৩
Share: Save:

শাহরুখ-পুত্রকে খোলা চিঠি লিখলেন হৃতিক রোশন। এনসিবি-র হেফাজতে দিন কাটছে আরিয়ান খানের। এনসিবি সূত্রের খবর, জেরার সময়ে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। সোমবার জামিনের আবেদন খারিজ হয়েছে তাঁর। বৃহস্পতিবার জামিন পাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কারণ তদন্তের স্বার্থে তাঁকে আরও কিছু দিন নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আর্জি জানাতে পারে এনসিবি।এমন সময়ে ২৩ বছরের তারকা-সন্তানের মনোবল ফিরিয়ে আনার জন্য কলম ধরলেন ‘কৃশ’।

হৃতিকের মতে, এই কঠিন ঘটনাগুলি আরিয়ানকে বড় হয়ে উঠতে সাহায্য করবে। ইস্পাতের মতো দৃঢ় করে তুলবে। তাই তিনি লিখলেন, ‘প্রিয় আরিয়ান, জীবন বড় অদ্ভুত একটি যাত্রা। যেখানে চড়াই, উৎরাই থাকবে। অনিশ্চয়তায় ভরা বলেই এ জীবন মহান। কিন্তু ঈশ্বর আসলে দয়ালু। যাঁদের মনের জোর প্রচুর, কেবল তাঁদেরই কঠিন সময়ের সামনে এনে ফেলেন। তোমার ভিতরের বিভিন্ন অনুভূতি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আর সেখান থেকেই তোমার নায়ক সত্তা বেরিয়ে আসবে। ভুল, ঠিক, সাফল্য, ব্যর্থতা সবই সমান। কিন্তু এগুলির মধ্যে কোনটি রাখবে, কোনটি ফেলবে, তা তোমার সিদ্ধান্ত।’

আরিয়ানের বড় হয়ে ওঠার যাত্রার সাক্ষী ছিলেন হৃতিক। সে কথা উল্লেখ করে অভিনেতা লিখলেন, ‘জীবনে যা যা অভিজ্ঞতা হবে, সব তোমার কাজে লাগবে আরিয়ান। বিশ্বাস করো, এগুলিই তোমার উপহার। শান্ত থাকো, লক্ষ করো। অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে আলোয় এসো। সেই আলোয় বিশ্বাস রাখো। আলো ছিল, আছে, থাকবেও। ভালবাসি আরিয়ান।’ এই লেখার সঙ্গে আরিয়ানের একটি ছবিও দিয়েছেন হৃতিক। এক ঘণ্টার মধ্যে হৃতিকের এই চিঠির প্রতি ভালবাসা জানিয়েছেন এক লক্ষের বেশি মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE