কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে বিভিন্ন জঙ্গিঘাঁটিতে পাল্টা আক্রমণ করে ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। সেই অভিযানের ২২ দিনের মাথায় জম্মু-কাশ্মীরে গেলেন অভিনেত্রী হুমা কুরেশি। ভারত-পাক সীমান্ত অঞ্চলে গিয়ে বিএসফ জওয়ানদের সঙ্গে দেখা করেন তিনি। পরে তিনি জানান, সন্ত্রাসের কাছে কিংবা ঘৃণার কাছে হার মানবে না ভারত।
আরও পড়ুন:
অভিনেত্রী সীমান্তে পর্যটন দফতরের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বলেন, ‘‘কাশ্মীরে পর্যটক হয়ে আসুন এবং সুস্থ ভাবে ফিরবেন, কথা দিচ্ছি। কোনও ভাবে ঘৃণাকে জিততে দেবেন না।’’ পাশাপাশি, হুমা ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফের ভূমিকা এবং সাহসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, ‘‘আজ এখানে এসে আমাদের সৈনিক, বিশেষ করে নারী সৈনিকদের সঙ্গে কথা বললাম। যাঁরা জীবনের পরোয়া না করে আমাদের সীমান্ত রক্ষা করছেন, তাঁদের সঙ্গে আলাপচারিতার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আবারও বুঝতে পেরেছি যে, আমরা কতটা ভাগ্যবান যে, আপনারা আমাদের সীমান্ত রক্ষা করছেন।’’