Advertisement
১৪ জুন ২০২৪
Didi no.1

দয়া করে ‘দিদি নম্বর ওয়ান’ বন্ধ করে দেওয়া হোক, কেন এমন দাবি করলেন প্রতিযোগীর স্বামী?

‘দিদি নম্বর ওয়ান’ মানেই গল্পের ঝুড়ি। বিভিন্ন প্রান্তের মহিলারা শোয়ে এসে তাঁদের মনের ঝাঁপি খুলে বসেন রচনা বন্দ্যোপাধ্যায়ের সামনে। কিন্তু এ বার তাতেই ঘটল বিপত্তি।

‘দিদি নম্বর ওয়ান’ শো-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এক প্রতিযোগীর স্বামী।

‘দিদি নম্বর ওয়ান’ শো-এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এক প্রতিযোগীর স্বামী। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ ১৬:৫৪
Share: Save:

নারীদের সংগ্রাম, লড়াই করে সমাজে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখা, এমন অনেক গল্পই শোনা যায় ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে। কারও স্বামী দেখেন না। কেউ মা হতে পারেননি। কেউ আবার অত্যাচারিত হয়ে বাধ্য হয়েছেন সংসার ছাড়তে— এমন কত কত ঘটনা। এই ঘটনা শুনতে শুনতে কখনও আবার কেঁদে ফেলেন সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়। এ বার প্রকাশ্যে এমনই এক কাহিনির বিরোধিতা করলেন প্রতিযোগীর স্বামী।

বেহালার অরূপ কুমার ভুঁইয়া। তাঁর প্রাক্তন স্ত্রী কোনও একটি পর্বে যোগ দিয়েছিলেন ‘দিদি নম্বর ওয়ান’-এ। সেখানেই তাঁদের বিচ্ছেদ নিয়ে নানা কথাও বলেছিলেন। এ বার এই ঘটনায় বেজায় চটেছেন তিনি। অরূপের কথায়, “দিদি নম্বর ওয়ান’-এ শুধু মেয়ে নয়, ছেলেদেরও দিকটাও তুলে ধরা দরকার। ওখানে শুধু মেয়েদের ঘটনা শোনা হয়। এক জন মেয়ে ক্যামেরার সামনে হাউ হাউ করে কেঁদে যা বলবে, তার নেপথ্যে আরও কোনও ঘটনা থাকতে পারে। ‘দিদি নম্বর ওয়ান’-এ তা কেন তুলে ধরা হবে না?” তাঁর দাবি, অবিলম্বে ‘দিদি নম্বর ওয়ান’-এর মতো রিয়্যালিটি শো দেখানো যেন বন্ধ হয়।

যদিও এ প্রসঙ্গে, চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য শোনা যায়নি। তবে ক্যামেরার সামনে এমন সাংসারিক বিবাদ উঠে আসা কি আদৌ নৈতিক? উঠছে প্রশ্ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Didi no.1 rachana banerjee Tollywood Actor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE