চলতি বছরে মুক্তি পেয়েছে ‘নাদানিয়াঁ’। এই ছবির হাত ধরে অভিনয়ে আত্মপ্রকাশ সইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের। প্রবল সমালোচনার শিকার হয়েছিল এই ছবি। রক্ষা পাননি অভিনেতাও। তবে এত দিনে ইব্রাহিম নিজেই স্বীকার করে নিলেন যে, সেটি ‘সত্যিই খারাপ ছবি’ ছিল। কিন্তু, তারই সঙ্গে সমালোচকদের দিলেন কোন বার্তা?
বলিউডে নেপোটিজ়ম-বিতর্ক নতুন নয়। ছবি অসফল হলে, কিছু ক্ষেত্রে হয়তো তাঁদের খানিক বেশিই সমালোচনার মুখে পড়তে হয়। ইব্রাহিমের ক্ষেত্রেও তেমনই হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ছবিতে তাঁর অভিনয় ও অভিব্যক্তি প্রবল ভাবে সমালোচিত হয় সমাজমাধ্যমে। ট্রোল্ করা হয় তাঁকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন অভিনেতা। ইব্রাহিমের কথায়, “কিছু দিন আগেও সকলে আমার অভিনয়ে আত্মপ্রকাশের অপেক্ষায় ছিলেন। কিন্তু, ‘নাদানিয়াঁ’র পর সেই উত্তেজনা একেবারে তলানিতে ঠেকল। অনবরত ট্রোল্ করা হল আমাকে। ‘ওর দ্বারা সম্ভব নয়’, এটা বার বার শুনতে শুনতে খুব কষ্ট হত। আমিও সকলের সামনে স্বীকার করতে চাই যে সিনেমাটা সত্যিই খারাপ।”
আরও পড়ুন:
তবে এখানেই থামেননি অভিনেতা। ইব্রাহিম আরও বলেন, “পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছিল। ‘আরে, চলো ওকে ট্রোল করি’, এটা যেন একটা নিয়ম হয়ে উঠেছিল। কিছু মানুষ তো অন্য একজন ট্রোল করছে বলে তাতে যোগ দিয়েছিলেন, কিন্তু নিজেরা হয়তো সিনেমাটাই দেখেননি। এটা অপ্রত্যাশিত। কিন্তু ভবিষ্যতে আমি যদি ব্লকবাস্টার ছবি উপহার দিই, তা হলেও একই পরিমাণ উন্মাদনা চাই আমি।”
শৌনা গৌতম পরিচালিত ‘নাদানিয়াঁ’ ছবিতে ইব্রাহিমের নায়িকা হিসাবে দেখা যায় খুশি কপূরকে। এই ছবির প্রযোজনা করেছেন কর্ণ জোহর। এর পর ইব্রাহিমকে কাজল ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে ‘সরজ়মিন’ ছবিতে দেখা গিয়েছে।