লিলুয়ার বাসিন্দা গায়িকা ইমন চক্রবর্তী। ছোট থেকে সেখানে বেড়ে ওঠা। কর্মজীবনে পরিচিতি বেড়েছে। কাজের সুবিধের জন্য বর্তমানে দক্ষিণ কলকাতায় থাকেন। তবে নিজের শিকড় ভুলে যাননি ইমন। দীর্ঘ ৮ বছর ধরে লিলুয়া অঞ্চলে বসন্ত উৎসবের আয়োজন করেন গায়িকা। খ্যাতনামী সব গায়ক-গায়িকা আসেন ইমনের বসন্ত উৎসবে গান গাইতে। এই অনুষ্ঠান লিলুয়াবাসীর জন্যই করেন গায়িকা। কিন্তু, গত ৮ বছরে এমন অভিজ্ঞতা হয়েছে, যাতে এ বার বন্ধ রাখতে হচ্ছে সেই উৎসব।
আরও পড়ুন:
গায়িকা তাঁর মায়ের স্মৃতির উদ্দেশে এই উৎসবটি আয়োজন করতেন। কিন্তু সেটি চালিয়ে নিয়ে যাওয়ার নেপথ্যে বেশ বেগ পেতে হচ্ছে তাঁকে। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে গায়িকা বলেন, ‘‘আসলে গত ৮ বছর ধরেই দেখছি আমাদের অনুষ্ঠানে কিছু মানুষ এসে গোলমাল করার চেষ্টা করেন। যদিও পুলিশি নিরাপত্তার মাঝেই গোটা অনুষ্ঠানটি হয়। কিন্তু তাও বিভিন্ন ভাবে শিল্পীদের গাড়ির ক্ষতি করা, কখনও শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের হুজ্জুতিতেই এই সিদ্ধান্ত নিতে হল। এ বছরটা বন্ধ রাখছি।’’
তবে কি পরের বছরের থেকে লিলুয়া থেকে বসন্ত উৎসবের স্থান পরিবর্তন করবেন? ইমনের কথায়, ‘‘আমি চাইলে অনায়াসে দক্ষিণ কলকাতায় নিয়ে আসতে পারি অনুষ্ঠানটা। কিন্তু লিলুয়ার সঙ্গে আবেগ জড়িয়ে আছে।’’ তবে ভবিষ্যতে তেমন সম্ভবনা উড়িয়ে দিচ্ছেন না গায়িকা।