Advertisement
E-Paper

ইধিকার বিপরীতে জীতু না অভিষেক? কোয়েলের বিপরীতেই বা কে! এ বারের মহালয়ায় ‘শিব’ কারা?

ছোটপর্দার মহালয়া নিয়ে দর্শকেরা কম উৎসাহিত নন। প্রথম সারির দুই চ্যানেলে ‘মহিষাসুরমর্দিনী’র নাম জানা গিয়েছে। শিব হচ্ছেন কারা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৭:৪২
এ বারের মহালয়ায় ‘শিব’ কারা?

এ বারের মহালয়ায় ‘শিব’ কারা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পুজো নিয়ে যত মাতামাতি ততটাই আগ্রহ মহালয়ার ভোরে ছোট পর্দার প্রভাতী অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দিনী’ নিয়ে। দুর্গা কে হবেন? প্রত্যেক বছর এই নিয়ে চর্চা শুরু বাঙালি অন্দরমহলে। প্রত্যেকে তাঁর পছন্দের অভিনেত্রীকে দেখতে চান। সেই অভিনেত্রী বড়পর্দার হলে কথাই নেই। যেমন, জি বাংলায় একবার ‘দুর্গা’ রূপে দেখা দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্টার জলসায় প্রায় প্রতি বছরের ‘দুর্গা’ কোয়েল মল্লিক।

এ বছরেও স্টার জলসার মহালয়ায় ‘মহিষাসুরমর্দিনী’ কোয়েল। এ ছাড়াও দুর্গার বিভিন্ন রূপে অভিনয় করবেন তৃণা সাহা, হিয়া মুখোপাধ্যায়-সহ অনেকেই। জি বাংলায় যেমন এ বছর ‘দুর্গা’র চরিত্রে ইধিকা পাল। খবর সত্যি হলে অনেক বছর পরে ফের তিনি ছোটপর্দায়। শোনা যাচ্ছে, দুর্গার বিভিন্ন রূপে দেখা যেতে পারে দিতিপ্রিয়া রায়, শ্বেতা ভট্টচার্য, তনিষ্কা তিওয়ারি-সহ ধারাবাহিকের নায়িকাদের।

এই পর্ব মিটতেই নতুন কৌতূহল, তা হলে শিব হবেন কে? কোয়েল এবং ইধিকার বিপরীতে ‘মহাদেব’ চরিত্রে অভিনয়ের সম্ভাবনা কার বেশি?

স্টার জলসায় ইতিমধ্যেই ঘোষিত ‘শিব’-এর নাম। ‘আজকের পরশুরাম’ ধারাবাহিকের নায়ক ইন্দ্রজিৎ বসুকে এই ভূমিকায় দেখা যাবে। সম্প্রতি প্রকাশ্যে আসা ‘মহিষাসুরমর্দিনী’র প্রচার ঝলকে দেখা মিলেছে ‘শিব’রূপী ইন্দ্রজিৎকে। ‘অন্নপূর্ণা’রূপী তৃণা তাঁকে অন্নদান করছেন। জি বাংলার ‘মহিষাসুরমর্দিনী’তে একই চরিত্রে উঠে এসেছে দুই অভিনেতার নাম। তাঁরা জীতু কমল, অভিষেক বসু। উভয়েই একাধিক বার মহালয়ার প্রভাতী অনুষ্ঠানে ‘শিব’ হয়েছেন।

তিনিই কি এ বারের ‘মহাদেব’? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। অভিনেতা ব্যস্ত তাঁর নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিংয়ে। তার ফাঁকেই জানালেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। যদিও অতীত বলছে, ২০১৯ থেকে জীতুকে বিভিন্ন চ্যানেলে ‘শিব’-এর ভূমিকায় দেখা গিয়েছে। এর আগে একাধিক সাক্ষাৎকারে ‘শিব’ সাজা প্রসঙ্গে জীতু বলেছেন, “আমি শিবের ভক্ত। এই চরিত্রে অভিনয় আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। দুই চ্যানেল মিলিয়ে একাধিক বার সেই সুযোগ পেয়েছি। নিজেকে ভাগ্যবান মনে হয়।” এ-ও শোনা যাচ্ছে, ধারাবাহিক সামলে মহালয়ার বিশেষ অনুষ্ঠানের শুটিংয়ে সময় দিতে পারবেন না জীতু।

তা হলে কি নাকি পাল্লা ভারী অভিষেকের? নাকি নতুন কাউকে দেখা যাবে?

Jeetu Kamal Indrajeet Bose Abhishek Basu Mahalaya 2025 Lord Shiva
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy