অল্পের জন্য প্রাণে বাঁচলেন রূপঙ্কর বাগচী এবং তাঁর পরিবার। গত পরশু রাত ৮টা নাগাদ দাউদাউ আগুন তাঁদের বহুতল আবাসনের রান্নাঘরে। সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। চৈতালি জানান, নিরাপত্তা রক্ষীদের সহায়তায় অনেক কষ্টে আগুন আয়ত্তে আসে। রান্নাঘরে ক্ষয়ক্ষতি হলেও বাগচী পরিবার নিরাপদেই আছেন। একই সঙ্গে তিনি জনসাধারণকেও সতর্ক করেছেন। আধুনিক সভ্যতা যন্ত্রনির্ভর। সেগুলোর নিয়মিত যত্ন না নিলে যখন তখন বিপদ ঘটতে পারে, বক্তব্য তাঁর।
কী করে ঘটল এত বড় অঘটন? রূপঙ্করের স্ত্রীর কথায়, ‘‘আমাদের দুটো রান্নাঘর। দুটো চিমনিও। একটি রান্নাঘর আধুনিক ভাবে খোলা জায়গায় সাজানো। অন্যটি, একটু পুরনো ধাঁচের। একটি ঘরের মধ্যে। সেখানেই আমাদের রান্নার দিদি নিয়মিত রান্না করেন।’’ কয়েক দিনের ছুটিতে তিনি অনুপস্থিত। শনিবার রাতে হঠাৎই জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর মেয়ে মহুলের রান্নার ইচ্ছে জাগে। সে আধুনিক রান্নাঘরের চিমনি জ্বেলে রান্নার তোড়জোড় করতে থাকে। এ দিকে দীর্ঘদিন ব্যবহার না করায় চিমনিতে পাখি বাসা বেঁধেছে, জানতেন না বাগচী দম্পতি। মহুলও সে কথা জানত না। চিমনিটি যে জ্বলছে না, সেটিও সে দেখেনি। বিশেষ পদের উপকরণ জোগাড়ে সে ব্যস্ত ছিল।