Advertisement
E-Paper

গণেশচতুর্থীতে স্টুডিয়োর ভিতরে তৃণার উপর ‘দুষ্কৃতী হামলা’! শেষ মুহূর্তে বাঁচাতে এলেন কে?

নাচগান, হুল্লোড়ের মধ্যেই একদল গুন্ডার প্রবেশ। তারা ঘিরে ধরল নায়িকাকে। তার পর?

উপালি মুখোপাধ্যায়

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৬:১২
গণেশচতুর্থীতে দেব আরাধনায় ইন্দ্রজিৎ বসু।

গণেশচতুর্থীতে দেব আরাধনায় ইন্দ্রজিৎ বসু। ছবি: সংগৃহীত।

ভাদ্র মাসের রোদে ঝকমক করছে চারপাশ। মাঝেমধ্যে ভেসে আসা টুকরো মেঘ ভিজিয়ে দিচ্ছে শুকনো মাটি। দাসানি ২ স্টুডিয়ো চত্বরে গমগম করে মাইক বাজছে। বুধবার যে গণেশচতুর্থী! শুটের ফাঁকে গানের তালে নাচছেন অভিনেতা, টেকনিশিয়ানরা।

তৃণা সাহাও সুন্দর সেজেছেন। লাল- সবুজ বেনারসি। খোঁপায় জুঁইয়ের মালা। এমন উৎসবের আমেজে স্টুডিয়োচত্বরে উপস্থিত আনন্দবাজার ডট কম। নায়িকার মুখোমুখি হতেই এক গাল হেসে বললেন, “কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত। এখানেই উদ্‌যাপন করব। নাচ, গান, খাওয়াদাওয়া মিলিয়ে ঢালাও আয়োজন।”

আর এক প্রান্তে বড় মণ্ডপ। সেখানে গণেশের বড় মূর্তি। লাড্ডু, মোদক, ফল দেবমূর্তির সামনে রাখা। শেষ মুহূর্তের সাজানোর কাজ চলছে। মণ্ডপে যেতেই দেখা মিলল নায়ক ইন্দ্রজিৎ বসুর। গোলাপি রঙের পাঞ্জাবি, সাদা পাজামায় সেজেছেন তিনি। মাইকে ‘জয় গণেশ দেবা’ বেজে উঠতেই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি শুরু করলেন ইন্দ্রজিৎ। পায়ে পায়ে এগিয়ে এলেন তৃণাও।

গণেশচতুর্থীর শুটিংয়ে ইন্দ্রজিৎ বসু, তৃণা সাহা।

গণেশচতুর্থীর শুটিংয়ে ইন্দ্রজিৎ বসু, তৃণা সাহা। ছবি: সংগৃহীত।

এমন সময় একদল অপরিচিতের প্রবেশ। কিছু ক্ষণ চুপচাপ দাঁড়িয়ে চারপাশ দেখল তারা। নায়ক-নায়িকা গানের তালে নাচছেন। আবির, গাঁদা ফুলের পাপড়িতে, ধূপ-ধুনোর গন্ধে পুজোর জায়গা মাতোয়ারা। তখন ওই অপরিচিতেরা ভিড় ঠেলে এগিয়ে গেল তৃণার দিকে। জোর করে অভিনেত্রীকে আবির মাখাবেই তারা। ব্যাপার দেখে হকচকিয়ে গিয়েছেন নায়িকাও। বাকিরাও আনন্দ ভুলে থমকে গিয়েছেন। নায়ক তখনই স্বমহিমায়। জোরদার অ্যাকশনের পর দুষ্টের দমন!

কিন্তু কী করে স্টুডিয়োচত্বরেই বিপদের মুখে নায়িকা? তখনই পর্ব পরিচালক কুন্তল ঘোষ ‘কাট’ বলে চেঁচিয়ে উঠলেন। সবটাই হচ্ছে স্টার জলসার এক নম্বর ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’-এর সেটে। প্রযোজনায় স্নেহাশিস চক্রবর্তী। চিত্রনাট্য অনুযায়ী, পাড়ায় ধুমধাম করে গণেশপুজোর আয়োজন হয়েছে। নায়ক পরশুরাম সপরিবার সেখানে উপস্থিত। প্রত্যেকে যখন উদ্‌যাপনে মগ্ন, তখনই তার স্ত্রীর উপরে হামলা। এ দিন এই বিশেষ পর্বের শুটিং চলছে সকাল থেকে। আবিরে তত ক্ষণে নায়িকার মাথা-মুখ রাঙা। শট শেষ হতেই হেসে ফেললেন তিনি।

এ তো গেল সেটের অন্দরকাহিনি। শুট শেষ হলে কী করবেন নায়ক-নায়িকা? তৃণার কথায়, “সাড়ে ৯টার পর শুট শেষ হবে। ইচ্ছে আছে, বন্ধুর বাড়ি যাব।” একটু থেমে অন্যমনস্ক গলায় যোগ করলেন, ছুটি পেলে মুম্বই চলে যেতেন। ওখানকার গণেশপুজোর আড়ম্বর দেখার মতো। ইন্দ্রজিতের বাড়িতেই অবশ্য পুজো। মৃদু হেসে জানালেন, মিষ্টি ছাড়া আজ তিনি সব খাবেন।

Trina Saha Indrajeet Bose Snehasis Chakraborty Star Jalsha ganesh chaturthi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy