ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ইরফান খান। সে দিন হুট করেই টুইটারে প্রোফাইল ফোটো বদলে দিলেন অভিনেতা। আর সোমবার প্রিয় বন্ধুকে গান রেকর্ড করে শোনালেন। সেই স্ট্রাগলের সময়ের প্রিয় বন্ধু এবং পরিচালক বিশাল ভরদ্বাজকে। বিশাল জানাচ্ছেন, ইরফান যে সুস্থ হচ্ছেন, তা স্পষ্ট।
টুইটারে ইরফানের নতুন প্রোফাইল পিকচারে তাঁকে দুর্বল দেখাচ্ছে ঠিকই। কিন্তু মুখে হাসি। পরনে হলদে টি-শার্ট। আর কানে হেডফোন। গান আর ক্রিকেট যেন তাঁর এই লড়াইয়ের সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠেছে। যে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে, ঠিক তার উল্টো দিকেই লর্ডস স্টেডিয়াম।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিশাল জানিয়েছেন, ইরফানের সঙ্গে তাঁর যোগাযোগ আছে। বিশাল বলছিলেন, ‘ওঁর সঙ্গে আমার প্রায়ই কথা হচ্ছে। সুস্থ হচ্ছেন ইরফান। আমাদের প্রার্থনা সবসময়ই রয়েছে ওঁর সঙ্গে। আশা করছি, দ্রুত ও সুস্থ হয়ে আবার কাজে হাত দেবে।’