প্রেমের গল্পের প্রতি দর্শকের বরাবরের টান। নায়ক-নায়িকার প্রেমের শুরু, মান-অভিমান, টানাপড়েন ধারাবাহিকপ্রেমীদের খুব প্রিয়। কিন্তু নায়ক, নায়িকার বন্ধুত্ব হয়ে গেলেই আগ্রহ কমে যায়। এই মুহূর্তে অপর্ণা আর আর্যের রাগ-অনুরাগের পালা চলছে। সেই দৃশ্যই নজর কেড়েছে দর্শকের। টানটান উত্তেজনা। আর্য কি তবে অপর্ণাকে বলে দেবে তার মনের কথা? এই ভাবনা নিয়েই প্রতি দিন নতুন নতুন প্রেক্ষাপট বুনছেন ধারাবাহিকের পরিচালক।
অসমবয়সি প্রেম দর্শকের যতই মনে ধরুক, একটু মোচড় না থাকলে কি আর কাহিনি জমবে? নায়িকাকে দূরে রাখার জন্য, অন্য শহরে তাকে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নায়ক। কিন্তু সে কথা কি আর মন মানে? অফিসে অপর্ণার জন্য বিদায় সংবর্ধনার আয়োজন হতেই মনখারাপ আর্যের। মুখে কিছু না বললেও আকার-ইঙ্গিতে তা স্পষ্ট ছিল। সম্প্রতি সেই পর্বই দেখেছেন দর্শক।
অফিসের কথা অনুযায়ী অপর্ণাও বাস ধরে রওনা দিয়েছে শিলিগুড়ির পথে। এর মধ্যেই ঝড়জল শুরু হয়েছে। নায়ক-নায়িকার কাছে আসার আদর্শ মুহূর্ত যেন। অনেকে ধরেই নিয়েছিল নায়ক ঠিক ফিরিয়ে নিয়ে যাবে নায়িকাকে। যেমন ভাবা তেমন কাজ। অপর্ণার বাসের পাশেই আর্যর গাড়ি। শেষে নায়িকা যখন মানতে নারাজ, তখন দামি গাড়ি ছেড়ে বাসে উঠতে বাধ্য হল নামী শিল্পপতি। এর পর কী ঘটবে?
অপর্ণাকে কি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবে আর্য? সেই প্রশ্ন যখন মনে ঘুরছে, তত ক্ষণে নায়িকাকে নিয়ে মাঝপথেই বাস থেকে নেমে পড়েছে নায়ক। রাস্তায় দাঁড়িয়ে দু’জনের বচসাও তুঙ্গে। সে সময়ই বেশ কিছু গুন্ডার আবির্ভাব। বলা যেতে পারে বড় পর্দার ২ঘণ্টার গল্পই যেন দেখানো হচ্ছে অল্প অল্প করে। এর পর কোন দিকে মোড় নেবে নায়ক-নায়িকার জীবন? এই ঘটনার পরেই কি আর্য নিজের ভালবাসার কথা স্বীকার করবে অপর্ণার কাছে? সেই দৃশ্য দেখার জন্যই উদ্গ্রীব অনুরাগীরা।