Advertisement
E-Paper

ফের ‘গুপি শুট’-এর হিড়িক? গানের ভিডিয়োর পর এ বার ছবির শুটিং! কারা, কোথায়, কী ভাবে যুক্ত

ফেডারেশনের চাপানো অতিরিক্ত টেকনিশিয়ান এড়াতে তাই অনেক সময় ‘গুপি শুটিং’ বা গোপনে শুটিংয়ের পথে হাঁটেন পরিচালকেরা। সে ক্ষেত্রে সংগঠনের থেকে আড়ালে রাখা হয় সেই কাজ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ ১৮:১৮
গোপনে শুটিং চলছে?

গোপনে শুটিং চলছে? প্রতীকী ছবি।

ফেডারেশনের চাপানো অতিরিক্ত টেকনিশিয়ানের বোঝা এড়াতে অনেক সময় গোপন শুটিংয়ের পথে হাঁটেন পরিচালকেরা। সে ক্ষেত্রে সংগঠনের থেকে আড়ালে রাখা হয় সেই কাজ। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে চলতি কথায় একেই বলে ‘গুপি শুটিং’। টলিউডের একাংশের নাকি দাবি, ফেডারেশন বনাম পরিচালকদের দীর্ঘ দ্বন্দ্বের অন্যতম একটি কারণ এই ‘গুপি শুটিং’। দুই পক্ষের ঝগড়া আদালত পর্যন্ত গড়িয়েছিল চলতি বছরের শুরুতে। রাজ্যের উচ্চ আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে পুজোর আগে।

শোনা যাচ্ছে, ফের বাংলা বিনোদন দুনিয়ায় নাকি ‘গুপি শুটিং’ শুরু হয়েছে। পরিচালক অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায় গোপনে তাঁর আগামী ছবির শুটিং করছেন আই ফোনে।ইন্ডাস্ট্রিতে চাউর, ফ‌েডারেশনের চোখে ধুলো দিতে তাঁর দলের সদস্যরা বড়পর্দার জন্য বানানো সেই ছবিকে ‘ইউটিউবের ছবি’ বলে প্রচার করছেন।

সেপ্টেম্বরে ছবির একপ্রস্থ শুটিং হয়েছে উত্তরাখণ্ডে। সেই শুটিং করতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি পড়েছিল গোটা দল। কেন্দ্রীয় বাহিনির সহায়তায় ছবির অভিনেতা গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, শুভ্রজিৎ দত্ত-সহ দলের সকলে বন্যাবিধ্বস্ত অঞ্চল থেকে ফিরতে পেরেছিলেন। শোনা যাচ্ছে, ৮ সেপ্টেম্বর থেকে ফের সেই ছবির শুটিং শুরু হবে। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

নিয়ম অনুযায়ী, ছবি, সিরিজ় বা ধারাবাহিকের শুটিংয়ে ক’টা ক্যামেরা, ট্রলি, আলো-সহ টেকনিশিয়ান নেওয়া হবে— ঠিক করে ফেডারেশন। কেবল এই নিয়ম ইউটিউব এবং সমাজমাধ্যমের রিল তৈরির ক্ষেত্রে খাটে না।

যদিও ফেডারেশনের এই সিদ্ধান্ত পরিচালকেরা মানতে নারাজ। এর আগে তাঁরা সে কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। তাঁদের যুক্তি, “প্রয়োজনের অতিরিক্ত লোক চাপিয়ে দেয় ফেডারেশন। এতে প্রযোজকের খরচ বেড়ে যায়।” ফেডারেশনের চাপানো অতিরিক্ত টেকনিশিয়ান এড়াতে তাই অনেক সময় ‘গুপি শুটিং’ বা গোপনে শুটিংয়ের পথে হাঁটেন পরিচালকেরা। সে ক্ষেত্রে সংগঠনের থেকে আড়ালে রাখা হয় সেই কাজ।

সেই কারণেই কি রিঙ্গোও তাঁর ছবিকে ‘ইউটিউবের ছবি’ বলে চালাতে চাইছেন? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল। তিনি ফোনে সাড়া দেননি।

রিঙ্গোর ‘ইউটিউব ছবি’ প্রসঙ্গে পরিচালক গিল্ড (পুরনো)-এর কোষাধ্যক্ষ শুভম দাস বলেছেন, “অবশ্যই ইউটিউবের ছবি বা সমাজমাধ্যমের জন্য তৈরি রিল ফেডারেশনের নিয়মের আওতায় পড়ে না। তবে সত্যিই যদি সেটা ইউটিউবের জন্য হয়।” কথা বলার চেষ্টা করা হয়েছিল অভিনেতা গৌরব, প্রিয়াঙ্কার সঙ্গেও। গৌরব এই মুহূর্তে স্ত্রী-পুত্রকে নিয়ে বালিতে বেড়াতে গিয়েছেন। সাড়া দেননি নায়িকাও।

টলিপাড়ায় কোনও খবরই চাপা থাকে না। রিঙ্গোর এই শুটিংয়ের খবরও ছড়িয়েছে তেমনই। যা থেকে একাধিক প্রশ্ন উঠেছে। এখনও বৃষ্টির বিরাম নেই। পাহাড়ি এলাকায় যখন-তখন ধস নামে। দলটি ফের বিপর্যয়ের সম্মুখিন হলে তার দায় নেবে কে? ক্ষোভও তৈরি হয়েছে নাকি টলিউডের অন্দরে। প্রশ্নও উঠেছে, এর আগে ‘গুপি শুটিং’ করার কারণে ফেডারেশন কাজ কেড়ে নিয়েছে একাধিক অভিনেতা, পরিচালকের। সেই একই পথে হেঁটে যদি অন্য কেউ পার পেয়ে যান তা হলে বাকিরা কী দোষ করেছিলেন?

Gourav Chakraborty Priyanka Sarkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy