অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় নাকি নতুন রিলেশনে রয়েছেন? রীতিমতো ডেট করছেন নায়ক? টলি ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এই গুঞ্জন।
কিন্তু কার সঙ্গে ডেট করছেন গৌরব? না! গৌরব এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। তবে শোনা যাচ্ছে, অভিনেত্রী দেবলীনা কুমারের সঙ্গে নাকি ডেট করছেন তিনি। দেবলীনাও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।
তা হলে গসিপের উত্স কোথায়? আসলে এখন সোশ্যাল মিডিয়ায় সকলেই অ্যাক্টিভ। বিভিন্ন সেলিব্রেশনের ছবি শেয়ার করেন সেলেবরা। গৌরবও ব্যতিক্রম নন। ওয়েব দুনিয়ায় দেবলীনার সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সেই সব ছবি দেখেই টলি মহলের অনেকের মনে হচ্ছে, এ নিছক বন্ধুত্ব নয়। সম্পর্কটা তার থেকেও বেশি কিছু।