টলিপাড়ায় আবারও নতুন জুটি? হানি বাফনার সঙ্গে তিয়াসা রায়? 'কৃষ্ণকলি' শেষ হয়ে গিয়েছে অনেক দিন হল। তার পর আবারও যে ছোটপর্দায় ফিরছেন 'শ্যামা' ওরফে তিয়াসা, সে কথা পাঠকদের প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন।
অন্য দিকে হানি বাফনাও সদ্য শেষ করেছেন ‘গ্রামের রানী বীনাপাণি’। তার পরেই নাকি তিয়াসার সঙ্গে জুটি বাঁধছেন নায়ক। আপাতত এই খবরেই সরগরম টলিপাড়া। তা হলে সত্যিই কি জুটি বাঁধছেন তাঁরা? কবে দেখা যাবে তাঁদের একসঙ্গে? এই প্রশ্ন নিয়ে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় অভিনেতা এবং অভিনেত্রীর সঙ্গে।