ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা? কিছু কি লুকোতে চাইছেন অভিনেত্রী? ছবি: সংগৃহীত।
বছর শেষে বিদেশভ্রমণে চললেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কইফ। বড়দিন কেটে গেলেও ক্যাটরিনার পোশাকে লাল-সাদা ক্রিসমাসের ছোঁয়া। রূপটানের বিশেষ কোনও ছোঁয়া নেই, চোখে রোদচশমা। অসম্ভব তাড়াহুড়ো করছেন ভিতরে ঢুকে যাওয়ার জন্য। তাঁকে দেখে ফের উস্কে উঠল জল্পনা। অন্তঃসত্ত্বা নন তো অভিনেত্রী? কিছু কি লুকোতে চাইছেন?
তবে অনুরাগীদের একাংশের দাবি, সে খবর সত্যি হলে নিজেরাই ভাগ করে নিতেন তারকাজুটি। এর আগেও ক্যাটরিনা জানিয়েছিলেন, সন্তান নেওয়ার পরিকল্পনা করলে অবশ্যই বলবেন। তা হলে ব্যাপারটা কী? সম্প্রতি যত ছবিতে তাঁকে দেখা যাচ্ছে, অনুরাগীরা টের পাচ্ছেন সেই একই রোমাঞ্চ। ভিকির পাশে ক্যাটরিনা, স্পষ্ট মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা! সবাই কি এত ভুল দেখছেন? বছরশেষে মুম্বই বিমানবন্দরে দম্পতিকে দেখে আরও বাড়ল জল্পনা। তা হলে নিশ্চয়ই সুখবরটি নতুন বছরেই দেবেন।
কিছু দিন আগেও অভিনেত্রীর এক ছবি ঘিরে বিভ্রান্তি দেখা দিয়েছিল। ‘ফোন ভূত’ মুক্তির পর পরই ‘মেরি ক্রিসমাস’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্যাটরিনা। সে ছবিতে বিজয় সেতুপতির বিপরীতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। যে চরিত্র অন্তঃসত্ত্বা। সেই কারণেই আসন্ন মাতৃত্বের রূপে ঘুরছিলেন কিছু দিন। প্রচারের স্বার্থে তাঁর নতুন অবয়ব দেখে ভুল করেছিলেন অনেকেই। তবে ভুল ভাঙলেও কিছু দিন পর থেকে আবারও সেই একই চর্চা শুরু হয়।
সোমবার সকালে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে যখন ক্যাটরিনাকে ছেঁকে ধরেছিলেন আলোকচিত্রীরা, স্বামীর হাত ধরে হনহন করে হেঁটে চলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু অন্দরে ঢুকে পড়তেই তাঁকে আটকান নিরাপত্তারক্ষী। আসলে ক্যাটরিনা তাড়াহুড়োতে নিরাপত্তা-তল্লাশি করাতেই ভুলে গিয়েছিলেন। তাতেই অভিনেত্রীকে থামতে বাধ্য করলেন সিআইএসএফ আধিকারিক। বললেন, ‘‘ম্যাডাম চেকিং করে ঢুকুন।’’ খুব একটা কথা না বাড়িয়ে অভিনেত্রী ফিরে এসে সব বিধি পালন করে অবশেষে বিমানবন্দরে প্রবেশ করেন। কিন্তু তত ক্ষণে ছড়িয়ে পড়ে ভিডিয়ো। যাতে অনুরাগীদের একাংশ মনে করছেন, কাছ থেকে ছবি তোলা হোক— চান না অভিনেত্রী।
‘মেরি ক্রিসমাস’ দিয়ে দক্ষিণের ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন ক্যাটরিনা। ভূমিকাটি যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করছেন। চরিত্রের প্রয়োজনে হবু মাতৃত্বের স্বাদও উপভোগ করছেন। তবে সেই পর্যন্তই। পর্দার চ্যালেঞ্জ এখনও বাস্তবে নেননি বলেই খবর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy