পর্দায় আমরা কী দেখি? নায়ক যেন নায়িকার ‘রক্ষাকবচ’। সর্বদা আগলে চলেছেন! যাবতীয় সৌভাগ্য বুঝি তার হাত ধরেই। ছোট পর্দা হোক বড় পর্দা— কমবেশি এই ধারাতেই গল্প এগোয়। বাস্তবে এ রকম ঘটতে দেখেছেন? টেলিপাড়া বলছে, রিজ়ওয়ান রব্বানি শেখ নাকি নিখুঁত ভাবে সেই দায়িত্ব পালন করছেন। তাঁর বিপরীতে নায়িকা হলেই অভিনেত্রীর বড় পর্দায় অভিনয় বাঁধা। শুধু তাই? একেবারে দেবের বিপরীতে নায়িকা নির্বাচিত হন তাঁরা!
যেমন? যেমন, দেবচন্দ্রিমা সিংহ রায়। নায়িকা রিজ়ওয়ান রব্বানির সঙ্গে ধারাবাহিক ‘সাঁঝের বাতি’তে অভিনয় করেছিলেন। ধারাবাহিক সেই সময়ে হিট। দেবচন্দ্রিমা দেবের সঙ্গে বড় পর্দায় অভিনয় করেছেন ‘কিশমিশ’ ছবিতে। রাহুল মুখোপাধ্যায়ের ওই ছবিতে দেবের তিনটি বয়স দেখানো হয়েছে। নায়কের স্কুলজীবনের নায়িকা দেবচন্দ্রিমা! ছোট্ট চরিত্র। কিন্তু তাতেই ছাপ ফেলেছিলেন তিনি।
রিজ়ওয়ানের আরও এক নায়িকা জ্যোতিমর্য়ী কুণ্ডু। ধারাবাহিক ‘বঁধুয়া’তে জুটি বেঁধেছিলেন তাঁরা। জ্যোতিমর্য়ী এর পর বহু দিন অভিনয় থেকে দূরে ছিলেন। সদ্য বড় পর্দায় অভিনয়ের ডাক পেয়েছেন। তাঁকেও দেখা যাবে দেবের বিপরীতে, ‘প্রজাপতি ২’ ছবিতে!
আরও পড়ুন:
রিজ়ওয়ান কি নায়িকাদের ‘লাকি চার্ম’? তাঁর বিপরীতে যিনিই অভিনয় করবেন তিনিই কয়েক ধাপ এগিয়ে যাবেন?
প্রশ্ন রেখেছিল আনন্দবজার ডট কম। অভিনেতা প্রশ্ন শুনে হেসে ফেলেছেন। বলেছেন, “সত্যিই বিষয়টা মাথায় আসেনি কখনও। কিন্তু এখন দেখছি ব্যাপারটা সে রকমই!” খুশি গলায় যোগ করেছেন, “আমি কারও সৌভাগ্য কি না জানি না, তবে সত্যিই তেমন কিছু ঘটলে খুব ভাল লাগবে। অন্তত আমি কারও খারাপ করছি না।” অভিনেতা নিজেও সম্প্রতি অভিনয় করেছেন অভিরূপ ঘোষের ‘মৃগয়া’ ছবিতে। ছবিটি ব্যবসা-সফল, দাবি প্রযোজকের।
কিন্তু বাঘা তারকাদের মধ্যে রিজ়ওয়ান কি নিজেকে প্রমাণ করতে পারলেন?
তবে ‘মৃগয়া’ নিয়ে শুরু থেকেই অসন্তোষ জমে অভিনেতার মনে। চার পুলিশ অফিসারের চতুর্থ তিনি। ছবির দ্বিতীয়ার্ধে পর্দায় দেখা গিয়েছে তাঁকে। তার উপর, ছবির পোস্টার বা ট্রেলারেও তাঁকে সে ভাবে দেখানো হয়নি। তাই ‘মৃগয়া’র প্রসঙ্গ তুলতেই তাঁর সাফ জবাব, “এই ছবি প্রসঙ্গে কোনও কথা বলব না।”