লন্ডনে অতনু রায়চৌধুরীর ছবি ‘প্রজাপতি ২’-এর এক প্রস্থ শুটিং শেষ। পরিচালক অভিজিৎ সেন দ্বিতীয় পর্বের শুটিং শুরু করেছেন কলকাতায়। শোনা গিয়েছে, এই পর্বে দেবের বিপরীতে শুটিং করবেন ছবির আরও এক নায়িকা ইধিকা পাল। খবরের এখানেই শেষ নয়। টলিপাড়ার অন্দরে গুঞ্জন, এই পর্বের শুটিংয়ে নাকি যোগ দিচ্ছেন শাসক দলের আর এক সাংসদ-অভিনেতা পার্থ ভৌমিক। পার্থ কিছু দিন আগেই সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং সেরে উঠলেন।
দেব আর পার্থ শাসকদলের সাংসদ। উভয়ে এই প্রথম পর্দা ভাগ করতে চলেছেন। কতটা উত্তেজিত?
আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল। রাজনীতিবিদ-অভিনেতাকে ফোনে ধরা যায়নি। ঘনিষ্ঠ সূত্রে খবর, শুক্রবার থেকেই তিনি নাকি শুটিংয়ে যোগ দিয়েছেন।
আরও পড়ুন:
লন্ডনে দেবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। জ্যোতির্ময়ী এর আগে ধারাবাহিক ‘বঁধুয়া’তে রিজওয়ান রব্বানি শেখের বিপরীতে নায়িকার জুতোয় পা গলিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন। ছবির মূল আকর্ষণ বাবা-ছেলের গল্প, যা শুরু হয়েছিল ‘প্রজাপতি’তে। বাবার ভূমিকায় এ বারেও দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। এ দিকে ছবির খাতিরে অনেকটাই ওজন ঝরিয়েছেন দেব। ‘প্রজাপতি ২’তে বদলে গিয়েছে তাঁর ‘লুক’। লন্ডনে শুটিংয়ের ফাঁকে নিজের সেই ‘লুক’ নিজেই ভাগ করে নিয়েছেন সাংসদ-অভিনেতা। চোখে চশমা, চুলের ছাঁদ বদলে দেব যেন এই প্রজন্মের ঝকঝকে প্রতিনিধি।