বিয়ের আসরে প্রতি মুহূর্তে নববধূকে চোখ হারিয়েছিলেন শুভদীপ ভট্টাচার্য। সাত পাক মিটতেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের কপালে এঁকে দিয়েছিলেন ভালবাসার চুম্বন। পেশায় চিকিৎসক শুভদীপ ছিলেন অভিনেত্রীর পরিবারের পছন্দ করা পাত্র। বিয়ের মাত্র দু’বছরের মাথায় ভাঙতে চলেছে শুভদীপ-শ্রীপর্ণার সেই বিয়ে, টেলিপাড়ায় এমনই গুঞ্জন।
যা রটেছে তাই-ই কি ঘটছে, জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। শ্রীপর্ণার কথায়, “বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। তাই এই নিয়ে কোনও মন্তব্য করব না।” তবে, স্টুডিয়োপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, এ বছরের জামাইষষ্ঠীতেও নাকি শ্বশুরবাড়িতে আসেননি শুভদীপ। শ্রীপর্ণা সপরিবার বেড়াতে চলে গিয়েছিলেন। শুধু তা-ই নয়, শ্রীপর্ণা নাকি সমাজমাধ্যম থেকে তাঁর আর শুভদীপের সব ছবি সরিয়ে দিয়েছেন। অথচ, অভিনেত্রী এক সময় সুখী দাম্পত্যের খুঁটিনাটি ভাগ করে নিতেন অনুরাগীদের সঙ্গে। ছ’মাস আগে জন্মদিন উদ্যাপনের ছবিও তিনি ভাগ করে নিয়েছিলেন শুভদীপের সঙ্গে। ফলে, ঠিক কী ঘটছে, তা এখনও পরিষ্কার নয় সকলের কাছে। একটি সূত্র আবার বলছে, এখনও আইনি পথে এগোননি দম্পতি। অভিনেত্রীর হাতে এখনও বিয়ের লোহা।
আরও পড়ুন:
বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও শ্রীপর্ণা তাঁর আগামী কাজের কথা জানিয়েছেন। প্রায় দু’বছর পরে ছোট পর্দায় ফিরছেন তিনি। নিজেই বলেছেন, “স্টার জলসার নতুন ধারাবাহিক ‘লক্ষ্মীর ঝাঁপি’তে অভিনয় করছি। নায়িকা নয়, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আমাকে। আমি চাই ছোট পর্দার পাশাপাশি অন্য মাধ্যমেও কাজ করতে। ধারাবাহিকের নায়িকা হলে সেটা সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।”