দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির ‘বনবাস’ না হোক, ‘বন্দিদশা’ কাটছে অবশেষে! ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’। এ ছবিরও ‘নির্বাসন-পর্ব’ কাটছে ন’বছর পর! ছবির মুক্তির ঘোষণার সঙ্গে সঙ্গেই বড় জল্পনা দেব-শুভশ্রীর চুম্বন দৃশ্যকে কেন্দ্র করে। সেই দৃশ্য দেখার জন্য আপাতত উন্মুখ দুই তারকার অনুরাগীরা। পাশাপাশি, আচমকা গুঞ্জন ছড়িয়েছে, বহু সাধের সেই ইচ্ছা নাকি পূরণ হওয়ার নয়! পর্দায় দেবের ঠোঁট নাকি তাঁর নায়িকার ঠোঁট ছোঁবে না! যে দৃশ্যের জন্য গত ন’বছর ধরে প্রতীক্ষা, হঠাৎ সেটি ঘিরে এমন মন-খারাপ করা গুঞ্জন কেন?
ছবির শুটিংয়ের ফাঁকে শুভশ্রী-দেব। ছবি: সংগৃহীত।
নেপথ্যে ছবির তৃতীয় গান ‘দেখা হবে না...’। অনুপম রায়ের লেখা এবং সুর দেওয়া বিরহের এই গান গেয়েছেন ঈশান মিত্র। গানের দৃশ্যে স্পষ্ট, ‘প্রাক্তন’ জুটি ঘনিষ্ঠ হয়েছেন। ঠোঁটে মিশবে তাঁদের ঠোঁট। আচমকা ছন্দপতন! ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন না কেউই! চুম্বন হতে হতেও হল না। অনুরাগীদের এত দিনের প্রত্যাশা তা হলে বৃথা? অথচ, গান জু়ড়ে ‘চ্যালেঞ্জ’ জুটির বাস্তবিক বিরহ যেন ছড়ানো। প্রথম ভাললাগা, প্রথম প্রেম, প্রথম কাছে আসা থেকে শুরু করে অপ্রেম-অপ্রাপ্তি— সব কিছুই যেন গানের প্রতিটি পংক্তি, প্রতিটি শব্দচয়নে ভীষণ ভাবে বর্তমান। এবং গানটি ন’বছর আগে লেখা নয়। সদ্য লিখে, সুর দিয়ে অনুপম তৈরি করেছেন!
আরও পড়ুন:
দেব-শুভশ্রীর এ মুহূর্তের সম্পর্ককে সামনে রেখে কি অনুপম নিজের বিরহকেই আরও একবার ফিরে দেখলেন? না কি তিনি দেব-শুভশ্রীর যাত্রাপথ অনুসরণ করে ‘আর হবে না দেখা’ তৈরি করেছেন?
গীতিকার-সুরকারের কাছে জানতে চেয়েছিল আনন্দবাজার ডট কম। অনুপমের কথায়, “ন’বছর আগে ছবির পরিচালক কৌশিকদা জানিয়েছিলেন, এ রকম একটি গান তাঁর দরকার। তিনিই বর্ণনা করেছিলেন দৃশ্যের। আমি দৃশ্য অনুযায়ী গান লিখেছি।” তার পর ছবির কাজ বন্ধ হয়ে যায়। অনুপমও গানটি আর লেখেননি। ‘ধূমকেতু’ মুক্তির পাবে জেনে পরিচালক গীতিকার-সুরকারকে ফোন করেন। গান তৈরির তাগাদা দেন। কিছু দিন আগে মুক্তি পেয়েছে ছবির প্রথম গান ‘গানে গানে...’, যেখানে দেব-শুভশ্রীর প্রেম-আখ্যান দর্শক-শ্রোতা দেখবেন, শুনবেন। অনুপমের কাছে কোন গান বেশি প্রিয়? মৃদু হেসে শিল্পীর দাবি, “আমি খুব ঘেঁটে যাওয়া মানুষ। গান তৈরির পর বুঝি না, দর্শক-শ্রোতার কোনটা ভাল লাগবে। কারণ, আমার যেটা প্রিয় নয়, সেটাই দেখি সকলের প্রিয় হয়! তাই গান তৈরির পর আর বেশি ভাবি না।”