Advertisement
E-Paper

২ মাসে ২০ কোটি টাকার বিনিয়োগ! কী করলেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত?

এত দিন যে কয়েকটি ওয়েব সিরিজ় বা সিনেমায় অভিনয় করেছেন তিনি, সর্বত্র প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। পারিশ্রমিক অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন অভিনেতা জয়দীপ আহলাওয়াত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২০:২৮
Jaideep Ahlawat Spends ₹20 Crore In 2 Months, Buys 2nd House In Mumbai\\\'s Andheri West

এ বার কোন খাতে বিনিয়োগ করলেন জয়দীপ? ছবি: সংগৃহীত।

আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা জয়দীপ আহলাওয়াত। অনেকে আবার তাঁকে ‘পাতাল লোক’-এর হাতিরাম নামেও চেনেন। এত দিন যে কয়েকটি ওয়েব সিরিজ় বা সিনেমায় অভিনয় করেছেন তিনি, সর্বত্র প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। ‘রকস্টার’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘গব্বর ইজ় ব্যাক’, ‘কম্যান্ডো: আ ওয়ান ম্যান আর্মি’, ‘রইস’, ‘রাজ়ি’, ‘বাঘি ৩’-এর মতো একাধিক হিন্দি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই মুহূর্তে অভিনয় জীবনের মধ্যগগনে জয়দীপ। ঝুলি পরিপূর্ণ সাফল্যে। পারিশ্রমিকও বাড়িয়ে ফেলেছেন প্রায় ৫০ গুণ। হরিয়ানার একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে জয়দীপ। বেড়ে ওঠা অতি সাধারণ ভাবেই। মুম্বইয়ে নিজের বাড়ির স্বপ্ন সবাই দেখেন। কিন্তু সবার সেই স্বপ্ন যে সত্যি হয় তা নয়। কিন্তু জয়দীপ সেই স্বপ্নের বাস্তব রূপ দিলেন। দু’মাস আগে ১০ কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন অভিনেতা। সেই একই আবাসনে ১০ কোটি টাকা দিয়ে আরও একটি ফ্ল্যাট কিনলেন অভিনেতা।

২৩৪১ বর্গফুটের এই ফ্ল্যাটে রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা। বাড়ির রেজিস্ট্রেশনের জন্য প্রায় ৬০ লক্ষ টাকা খরচ করেছেন জয়দীপ এবং তাঁর স্ত্রী জ্যোতি হুদা। পশ্চিম অন্ধেরির এই অঞ্চলে অনেক তারকার বাড়ি রয়েছে। কেউ আবার শুধুমাত্র বিনিয়োগের জন্যও ফ্ল্যাট কিনে রেখে দেন। বিশেষত অভিনেতা, পরিচালকেরা এই অঞ্চলে বিনিয়োগের চেষ্টা করেন। প্রসঙ্গত, ২০০৫ সালে ইংরেজি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন জয়দীপ। কলেজে পড়াশোনা চলাকালীন থিয়েটারের দলের সঙ্গে যুক্ত হন তিনি। পঞ্জাব এবং হরিয়ানার বিভিন্ন জায়গায় নাটকও করেছেন তিনি। সেখান থেকেই অভিনয়ের প্রতি প্রেম জন্মায় জয়দীপের। কানাঘুষো শোনা যায়, এফটিআইআইয়ে পড়ার সময় এক জুনিয়রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন জয়দীপ। সেই তরুণীর নাম জ্যোতি হুদা। কলেজ পাশ করার পর জ্যোতিকে বিয়ে করতে চান জয়দীপ। তাঁদের বিয়ের তারিখও ঠিক হয়ে যায়। সেই সময়েই কেরিয়ারের প্রথম ছবিতে অভিনয়ের প্রস্তাব পান জয়দীপ। প্রথম সুযোগ হাতছাড়া করবেন না বলে বিয়ের তারিখ পিছিয়ে দেন অভিনেতা। পরে জ্যোতির সঙ্গেই সংসার পাতেন অভিনেতা।

Jaideep Ahlawat Mumbai Flat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy