Advertisement
E-Paper

‘পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করুন’, তোপ জাভেদকে, শালীনতা খোয়ালেন গীতিকারও?

বিপ্লবী প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। দেশবাসী যাতে এই অমূল্য উপহার হারিয়ে না ফেলেন, সেই উপদেশই দেন জাভেদ। আর তার পরেই সমালোচনার মুখে পড়লেন গীতিকার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৫:০৯
কী জবাব দিলেন জাভেদ?

কী জবাব দিলেন জাভেদ? ছবি: সংগৃহীত।

আজকাল মাঝে মাঝে মাথাগরম করে ফেলছেন গীতিকার-চিত্রনাট্যকার জাভেদ আখতার। গত কয়েক বছর ধরেই তিনি সমাজমাধ্যমে সক্রিয়। তরুণ প্রজন্মের সঙ্গে তর্কবিতর্কেও জড়িয়ে পড়েন মাঝে মাঝেই। আবার তেমনটাই হল। ৭৯তম স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা জানিয়ে জাভেদ মনে করিয়ে দেন, এই স্বাধীনতা খুব সহজে আসেনি। বহু বিপ্লবীর প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। আমরা যাতে সেই অমূল্য উপহার হারিয়ে না ফেলি সেই উপদেশই দেন তিনি। বর্ষীয়ান গীতিকারের এই পোস্ট দেখে কেউ কেউ মন্তব্য করে বসেন, ‘‘যান ১৪ অগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্‌যাপন করুন।’’ তাতেই মেজাজ হারান জাভেদ।

সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হয়ে চুপ করে বসে থাকার পাত্র তিনি নন। যোগ্য জবাব দিতে জানেন। এ বার তিনি সরাসরি কটাক্ষ করলেন ওই যুবকের পারিবারিক পরিচিতির দিকে। জাভেদ লেখেন, ‘‘এই শোনো যখন তোমার বাবা-দাদারা ইংরেজদের জুতো চাটছিল, তখন আমার পরিবারের বয়োজ্যেষ্ঠরা কালাপানিতে দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিচ্ছিল। নিজের সীমার মধ্যে থাকবে।’’

জাভেদ আখতারের প্রপিতামহ উনিশ শতকের খ্যাতনামী কবি ফজ়ল-এ-হক। পরবর্তী কালে তিনি ব্রিটিশ শাসনের বিরোধিতা করেন। তাঁকে এই অপরাধে আন্দামানে জেলবন্দি করে রাখা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। তাই স্বাধীনতা সংগ্রামী পরিবারের ছেলে হওয়ার গর্ব অনুভব করেন জাভেদ।

Javed Akhtar Bollywood Controversy Bollywood Celebrity Indipendence Day Special 15th August
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy