তিন বাঙালি। তিন গঙ্গোপাধ্যায়। এক জোট হয়েছেন।তা হলে গান হবে না, আড্ডা হবে না, তাও আবার হয় নাকি?
কথা হচ্ছে ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, সঙ্গীত শিল্পী জিত্ গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। এই তিন সেলেব গঙ্গোপাধ্যায় পুজোর আগে একজোট হয়ে কী করছেন জানেন?
আসলে সোশ্যাল মিডিয়ায় সদ্য একটি ছবি শেয়ার করেছেন জিত্। যেখানে তিনি ছাড়াও রয়েছেন সৌরভ এবং শুভশ্রী। ক্যাপশনে লেখা, ‘গঙ্গোপাধ্যায় বাড়ির পুজোর গান’।
আরও পড়ুন, জন্মদিনে অনন্যাকে সারপ্রাইজ দিলেন কারা?
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আসন্ন পুজোর জন্য একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত ছিলেন এই তিন তারকা। সে জন্যই গান বেঁধেছেন জিত্। শুটিংয়ের মাঝেই মালা দিয়ে সাজানো চত্বরে ছবি তুলেছেন তিন তারকা।
অ্যাকোয়া রঙা শাড়ি, গয়নায় সাবেকি সাজে ধরা দিয়েছেন শুভশ্রী। সৌরভ এবং জিত্ দু’জনেরই পরনে ছিল ট্র্যাডিশনাল পঞ্জাবি। সব মিলিয়ে পুজোর আমেজ ধরা দিয়েছে এই ছবিতে।
Ganguly barir Pujor gaan @SGanguly99 @subhashreesotwe ...@chandrani999 pic.twitter.com/h1f3Uw21Uc
— Jeet Gannguli (@jeetmusic) August 25, 2018
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)