Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Jeetu Kamal

দ্বিতীয় বিবাহ বার্ষিকীর সমস্ত খরচ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেবেন জিতু-নবনীতা

বিবাহবার্ষিকীর সকালে একটি পোস্টও ভাগ করে নিয়েছেন অভিনেতা। সেখানে তাঁর আর নবনীতার ২ বছরের সংসার জীবনের গল্প সহজ কথায় বলেছেন।

জিতু-নবনীতা।

জিতু-নবনীতা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২১ ২১:১০
Share: Save:

সাতপাক ঘোরার দ্বিতীয় বর্ষপূর্তি। দু’বছরের উদযাপন করোনার জন্য বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক থাকলে বাড়িতে একটু ধুমধাম তো হতই। সেই খরচ মমতা বন্দ্যোপাধ্যায়ের অতিমারি ত্রাণ তহবিলে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন জিতু কমল-নবনীতা দাস। বৃহস্পতিবার সন্ধেবেলা নেটমাধ্যমে সরাসরি এ কথা জানান তাঁরা। অনুরাগীদের সঙ্গে নিয়ে কেকও কাটেন। চকোলেট কেক-এ জিতু লিখেছিলেন, ‘আমার রাগী বৌকে বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা!’

বিবাহবার্ষিকীর সকালে একটি পোস্টও ভাগ করে নিয়েছেন অভিনেতা। সেখানে তাঁর আর নবনীতার ২ বছরের সংসার জীবনের গল্প সহজ কথায় বলেছেন। ২ বছরে কেমন দাম্পত্য কাটালেন তাঁরা? জিতুর পোস্ট বলছে, নবনীতা নাকি ‘গরম খুন্তি নাড়তে নাড়তে হাতের তালুতে ঝোলের স্বাদ নিজের অজান্তেই নিতে শিখে গেছে। কলিং বেলের শব্দ শুনে বাইরে কে সহজেই আজ অনুধাবন করতে পারে। দু’বছরের মধ্যেই নিজের সবটুকু উজাড় করে সংসার আগলাতে শিখে ফেলেছে দুনিয়ার আর বাকি সংসারীদের মতোই...!’

জিতু আফসোসও করেছেন, বিয়ের প্রথম এবং দ্বিতীয় বছরে অতিমারির কারণে নবনীতা বুঝতেই পারলেন না, কাকে বলে বিবাহবার্ষিকী?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tollywood Nabanita Das Jeetu Kamal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE