‘ফোর্স ২’ ছবির প্রচারে বেরিয়েছিলেন জন আব্রাহাম। প্রচার সেরে গাড়িতে ওঠার সময়ে ভক্তদের আবদার মেটাচ্ছিলেন তিনি। আচমকাই এক ভক্ত জনের হাত টেনে ধরেন। নিজস্বী তোলার জন্য হ্যাঁচকা টান মেরে নিজের দিকে নিয়ে আসেন তিনি। ভক্তের এমন আচরণে বিরক্ত হয়ে ভক্তকে চড় মারেন জন। ধমকও দেন তিনি।
যদিও জন পরবর্তী কালে এই ঘটনাটি অস্বীকার করেন। তাঁর মুখপাত্র বলেন, ‘‘জেনে বুঝে জন কোনও দিনও তাঁর ভক্তদের আঘাত করবেন না।’’
মুখপাত্রের দাবি, সেই ভক্ত নাকি জনের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। নিজের ব্যবহারের জন্য ক্ষমা চান ‘ধুম’-এর নায়কের কাছে।