Advertisement
E-Paper

‘কুকুরদের তরফ থেকে বলছি’, সুপ্রিম কোর্ট রায় বদল করতেই ফের সরব জন আব্রাহাম

আদালত রাস্তায় কুকুরদের খাওয়ানোর অনুমতি দেয়নি। তবু পথের কুকুররা থাকবে পথেই, এই অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায় নিয়ে ঠিক কী বললেন জন আবাহ্রাম?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৫ ১৯:১৬
পথকুকুরদের মুখপাত্র জন!

পথকুকুরদের মুখপাত্র জন! ছবি: সংগৃহীত।

দিল্লির রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে পথকুকুরদের, এমনই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পর থেকে প্রতিবাদে সরব পশুপ্রেমীরা। অনেকেই দাবি করেছেন, এই সিদ্ধান্ত পশু অধিকারের বিপক্ষে। ভারতের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন অভিনেতা জন আব্রাহাম। পথকুকুরদের নিয়ে রায় বদল করল সুপ্রিম কোর্ট। এর আগে দুই বিচারপতির বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা স্থগিত রাখা হয়েছে। পরিবর্তে পথকুকুরদের বন্ধ্যাত্বকরণে জোর দিল আদালত। যদিও আদালত রাস্তায় কুকুরদের খাওয়ানোর অনুমতি দেয়নি। তবু পথের কুকুররা থাকবে পথে, সেই অনুমতি মিলেছে। তাতেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন জন।

‘পশুপ্রেমী’ হিসাবে নামডাক আছে অভিনেতার। তিনি কুকুরদের তরফ থেকে কৃতজ্ঞতা জানান। অভিনেতা লেখেন, ‘‘কুকুরদের পক্ষ থেকে, আমি সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ এই রায়ের জন্য। আমি বিশ্বাস করি, রাস্তায় পথকুকুরদের শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। রাস্তা থেকে কুকুরদের কখনওই সরিয়ে ফেলা উচিত নয়। তবে, বন্ধ্যাত্বকরণ এবং টিকা দেওয়ার জন্য এগিয়ে আসতে হবে ফিডারদের। তুলনায় সহজ, বন্ধুত্বপূর্ণ কুকুরদের দিয়ে এই কাজ শুরু করতে হবে। পাশপাশি পৌরসভাগুলিকে কার্যকর হতে হবে। পশু জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য প্রতিটি গলিতে পর্যাপ্ত ফিডিং স্টেশন নিশ্চিত করতে হবে।’’

দিল্লিতে এখন পথকুকুরের সংখ্যা ১৯ লক্ষ। ক্রমশ বেড়েই চলেছে তাদের সংখ্যা। এই সংখ্যা নিয়ন্ত্রণে আনতে বিজ্ঞানসম্মত সমাধানের প্রয়োজন, দাবি জনের।

John Abraham Stray Dogs Suprme Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy