Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২১ অক্টোবর ২০২১ ই-পেপার

জলি মিটস গুড্ডু

নিজস্ব প্রতিবেদন
২৩ জুন ২০১৫ ০০:০০

আরশাদ ওয়ারশির ‘জলি এল এল বি’ সেরা হিন্দি ফিচার ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিল ২০১৩-য়। সেই ছবির টিমের সঙ্গে পরিচালক সুভাষ কপূরের বন্ধন জোরালো হওয়াটাই স্বাভাবিক। সেই কারণেই হয়ত সুভাষ তাঁর আগামী ছবি ‘গুড্ডু রঙ্গিলা’-র এক স্পেশাল শোয়ের আয়োজন করলেন টিম-‘জলি’র জন্য। টিম-‘জলি’ থেকে শুধু আরশাদ ওয়ারশিই রয়েছেন ‘গুড্ডু রঙ্গিলা’য়। তিনি এবং অমিত সাধ এখানে এমন দুই দুষ্কৃতীর ভূমিকায় অভিনয় করেছেন যারা দিনের বেলায় অর্কেস্ট্রা পার্টি চালায়। সেই স্বাদই নিলেন টিম-‘জলি’র বোমান ইরানি, অমৃতা রাও, সৌরভ শুক্লা প্রমুখ। সুভাষ জানিয়েছেন, এই টিমের সঙ্গে আবার কাজ করতে তিনি উত্সাহী। আরশাদ আর অমিত ছাড়া ‘গুড্ডু রঙ্গিলা’-য় অভিনয় করেছেন অদিতি রাও হায়দরি এবং রনিত রায়। ৩ জুলাই মুক্তি পাবে ছবিটি।

Advertisement

আরও পড়ুন

Advertisement