গত শুনানিতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিবকে ফেডারেশনের '২১ আইন'-এর বিরুদ্ধে মামলাকারী ১৩ জন পরিচালকের সঙ্গে মুখোমুখি বৈঠকের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এই আলোচনায় ফেডারেশন সভাপতি এবং সদস্যদেরও যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। খবর, সেই নির্দেশ না মানায় ফের বিচারপতি অমৃতা সিংহের প্রশ্নের মুখে পড়ল ফেডারেশন। ২৩ জুলাই রাজ্যের উচ্চ আদালতে সচিব-পরিচালকদের আলোচনা থেকে উঠে আসা রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্টে ফেডারেশন সভাপতির অনুপস্থিতি দেখে এ দিন প্রশ্ন তোলেন বিচারপতি।
খবর, তিনি কড়া ভাষায় জানতে চান, কেন উচ্চ আদালতের রায় মানা হচ্ছে না। কেন, ১৬ জুলাই পরিচালকদের সঙ্গে আলোচনায় অংশ নিলেন না কোনও ফেডারেশন সভাপতি এবং বাকি সদস্যরা?
এই প্রেক্ষিতে হাই কোর্ট ৩০ জুলাই ফের সচিবকে মুখোমুখি বৈঠকের নির্দেশ দিয়েছে। আগামী বৈঠকে পরিচালকদের সঙ্গে ফেডারেশনকেও বাধ্যতামূলক ভাবে বসতে হবে। দুই পক্ষের আলোচনা শুনে নতুন রিপোর্ট তৈরি করে ফের আদালতে জমা দেবেন সচিব। পরের শুনানির দিন ৮ অগস্ট। ওই দিন সেই রিপোর্ট পড়ে বিচারপতি নতুন নির্দেশ দেবেন।