Advertisement
E-Paper

কাজল-অজয়ের ২৫ বছরের দাম্পত্য, স্বামীর সঙ্গে সমস্যা হলে কী করতেন অভিনেত্রী?

অজয়ের তুলনায় কাজল অনেক বেশি খোলামেলা। যদিও স্বামীকে নাকি বেশ সমঝেই চলেন অভিনেত্রী। এমনই মত নিন্দকদের। সত্যিই কি তাই?

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৫:০৪
kajol reveals how she resolve issue with ajay devgn

ছবি: সংগৃহীত।

অজয়কে বিয়ে করে ঘরকন্না করবেন বলে অভিনয় জীবনের মধ্যগগনে সব ছেড়ে দেন তনুজা-কন্যা। দেখতে দেখতে দাম্পত্যের ২৫ বছর পার করলেন তাঁরা। দুই ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার। বিভিন্ন সাক্ষাৎকারে অজয়ের সঙ্গে প্রেমের অধ্যায় থেকে দাম্পত্য জীবনের খুঁটিনাটি প্রকাশ্যে এনেছেন কাজল। তুলনায় মিতভাষী অজয় ব্যক্তিগত জীবন নিয়ে কখনও সে ভাবে কথা বলেননি। কাজল অনেক বেশি খোলামেলা। যদিও স্বামীকে নাকি বেশ সমঝেই চলতে হয় তাঁকে, এমনটাই মত নিন্দকদের। সত্যিই কি তাই?

সদ্য ‘মা’ ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এই ছবিতে মুখ্য চরিত্রে তিনি, প্রযোজক অজয় দেবগন। ছবির প্রথম ঝলক যে দিন প্রকাশ্যে এল, সেই অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির হন তিনি। যদিও সে দিনের অনুষ্ঠানে কাজল ও অজয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়। দেখা যায় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অজয়। খানিক ভয় মিশ্রিত চোখে স্বামীর দিকে তাকাচ্ছেন কাজল। সে দিনের ভিডিয়ো নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এতগুলি বছর একটা মানুষের সঙ্গে থাকছেন। এখন একে অপরের অভ্যাসে পরিণত হয়েছেন তাঁরা।

পাশপাশি অজয়ের সঙ্গে দাম্পত্য জীবনের সমস্যা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘সমস্যা তেমন নেই, কোনও অভিযোগও নেই। অবশ্য অভিযোগ থাকলে আমরা সব সময় কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করি, যেমনটা আগেও করতাম।’’

Kajol Ajay Devgn
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy