Advertisement
E-Paper

বাবার সঙ্গে মিল নেই ইব্রাহিমের! কোন বিষয়ে সইফের তুলনায় ছেলেকে এগিয়ে রাখলেন কাজল?

সইফের প্রথম ছবির নায়িকা ছিলেন। এ বার ছেলে ইব্রাহিমের সঙ্গে কাজ করার অনুভূতি জানালেন তিনি। পাশপাশি বাবা-ছেলের অমিল নিয়ে মুখ খুললেন কাজল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৪:৪৬
Kajol reveals Ibrahim Ali Khan is a quieter personality than dad Saif Ali Khan

সইফ-পুত্র ইব্রাহিম কেমন ছেলে জানালেন কাজল। ছবি: সংগৃহীত।

বাবা এবং দিদির মতো তিনিও অভিনেতা হওয়ার দৌড়ে শামিল হতে চলেছেন। তাঁকে সুযোগ দিয়েছেন বলিউডে তারকা সন্তানদের ‘মাসিহা’ কর্ণ জোহর। ‘ধর্ম প্রোডাকশনস্‌’ প্রযোজিত এই ছবি পরিচালনা করেছেন বোমান ইরানির পুত্র কায়োজ়ে ইরানি। ছবির নাম, ‘সরজ়মিন’। খবর, মালয়ালম ছবি ‘হৃদয়ম’-এর আদলে সেনাবাহিনীর গল্পের প্রেক্ষাপটে ছবির চিত্রনাট্য বেঁধেছেন নির্মাতারা। গত বছর থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন ইব্রাহিম। এ বার অবশেষে বড় পর্দায় আসতে চলেছেন সইফ-পুত্র। এই ছবিতে ইব্রাহিমের সঙ্গী কাজল।

ইব্রাহিমের বাবা সইফের সঙ্গে কাজ করেছেন কাজল। সইফের প্রথম ছবির নায়িকা ছিলেন। এ বার ছেলের সঙ্গে কাজ করার অনুভূতি জানালেন অভিনেত্রী। পাশপাশি বাবা-ছেলের অমিল নিয়ে মুখ খুললেন কাজল।

গত কয়েক বছরে এক ঝাঁক তারকা-সন্তানের অভিষেক হচ্ছে বড় পর্দায়। প্রায় সকলকেই কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। সেই তালিকায় নয়া সংযোজন ইব্রাহিম। সর্ব ক্ষণই তাঁদের রাখা হচ্ছে আতস কাঁচের তলায়। তাই কাজল প্রথম অনুরোধ করেন এই ছেলেমেয়েদের এতটা সমালোচনা না করতে। যদিও ইব্রাহিম যে তাঁর বাবার তুলনায় অনেক বেশি চুপচাপ সে কথাই জানান কাজল। এমনকি সইফের তুলনায় নাকি অনেক বেশি গোছানো। কাজলের কথায়, ‘‘ইব্রাহিমকে দেখতে অসম্ভব সুন্দর। সেটা ওর পরিবার সূত্রে পাওয়া। সইফ মানুষ হিসেবে অনেকে বড় মনের। ওরা দু’জনেই ক্যামেরাকে ভালবাসে। তবে আমার বিশ্বাস ইব্রাহিম খুব ভাল কিছুই করবে।’’

Saif Ali Khan Ibrahim Ali khan Kajol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy