Advertisement
E-Paper

ভারতের অন্যতম নামী তারকা কমল হাসন, কেন শেষ করে দিতে চেয়েছিলেন নিজের জীবন?

এত সাফল্য কমল হাসানের, তবু শেষ করে দিতে চেয়েছিলেন নিজের জীবন। আত্মহত্যার চিন্তা আসে কেন তাঁর মাথায়?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৯
অভিনেতা কমল হাসান

অভিনেতা কমল হাসান ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগেই তামিল ইন্ডাস্ট্রির খ্যাতনামী সুরকার বিজয় অ্যান্টনির মেয়ে আত্মহত্যা করে। মাত্র ১৬ বছর বয়সে এমন চরম পদক্ষেপ নেন কিশোরী মীরা। এই ঘটনায় প্রায় নড়েচড়ে বসেছেন দক্ষিণী ছবির জগত। শোকগ্রস্ত শিল্পীরা। তবে শুধু মীরা নয়, দেশের নানা প্রান্তেই দিন দিন বেড়ে চলেছেন ছাত্র-ছাত্রীদের আত্মহত্যার সংখ্য। সম্প্রতি চেন্নাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে নিজের জীবনের এক সংবেদনশীল মুহূর্তের কথা তুলে ধরলেন মেগাতারকা কমল হাসান।

অভিনেতা হিসাবে তিনি একমেবাদ্বিতীয়ম। আদতে দক্ষিণী তারকা হলেও তাঁর জনপ্রিয়তা দেশজোড়া। একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন কমল হাসন। ছোট পর্দাতেও তাঁর আবেদন কিছু কম নয়। এত সাফল্য, তা-ও শেষ করে দিতে চেয়েছিলেন নিজের জীবন। আত্মহত্যার চিন্তা আসে কেন তাঁর মাথায়? সম্প্রতি চেন্নাইয়ে কলেজ ছাত্রদের মাঝে আত্মহত্যা বিষয়ক আলোচনায় জানান, তাঁর বয়স যখন ২১ বছর সেই ভেবেছিলেন নিজের জীবন শেষ করে দেবেন। তাঁর কথায়, ‘‘২১ বছর বয়সে আত্মহত্যার চিন্তা আসে মাথায়, ভাবি শেষ করে দেব এই জীবন।’’

অনেক ছোট বয়স থেকেই অভিনয় করছেন কমল। তবে একটা সময় তিনি চাইছিলেন তাঁর কাজ চোখে পড়ুক লোকের। কিন্তু কিছুতেই তা হচ্ছিল না বলে ভেঙে পড়েন। কমল বলেন, ‘‘আসলে আমার কাজ সেই সময় না বাণিজ্যিক ছবির নির্মাতাদের চোখে পড়ছিল না অন্য ঘরানার ছবিতে জায়গা করতে পারছিলাম। তখন ভেবেছিলাম আমি মরে গেলে হয়তো এই ইন্ডাস্ট্রি বুঝবে কত বড় প্রতিভাবান শিল্পী হারিয়েছে তাঁরা। তখন আমার গুরু বলেন এ সব চিন্তা বাদ দিয়ে সঠিক সময়ের অপেক্ষা করো।’’

শেষে অভিনেতা বলেন, ‘‘আমি এখন জীবন ও মৃত্যুকে আলাদা করে দেখি না। মৃত্যু এক দিন আসবেই তার দিকে নিজে থেকে ছুটে যাওয়ার প্রয়োজন নেই।’’

Kamal Haasan South Indian Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy