সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কমল হাসন। অভিনেতাকে নিষিদ্ধ করার দাবিও উঠেছিল পদ্মশিবির থেকে। এ বার এল তাঁর প্রাণনাশের হুমকি। ছোট পর্দার অভিনেতা রবিচরণ গলা কেটে কমলকে হত্যা করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ। কিছু দিন আগেই চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমল হাসন। সেখানেই সনাতন ধর্ম নিয়ে তাঁর মন্তব্য বিতর্ক তৈরি করেছে।
কমল সেই অনুষ্ঠানে বলেছিলেন, “দেশ বদলানোর ক্ষমতা রয়েছে শিক্ষার। একনায়কতন্ত্র ও সনাতনকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে একমাত্র শিক্ষার। হাতে আর অন্য অস্ত্রের দরকার নেই।” সনাতন ধর্মের গোড়ামি দূর করার কথা বলতে চেয়েছিলেন কমল। কিন্তু তাঁর এই মন্তব্য থেকেই বিতর্কে সূত্রপাত হয়।
রবিচরণও এই মন্তব্যকে কেন্দ্র করেই তোপ দেগেছেন দক্ষিণী তারকাকে। কমলকে বয়কট করার দাবি তুলেছেন এবং তাঁকে শিশুসুলভ রাজনীতিবিদ বলেও ব্যঙ্গ করেছেন ছোট পর্দার অভিনেতা। এখানেই শেষ নয়। এর পরেই দক্ষিণী সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলার অভিযোগে তারকার গলা কাটার কথা বলেন রবিচরণ।
হুমকি আসার পরেই কমলের দল ‘হাসনস মক্কাল নিধি মাইয়াম’-এর সদস্যেরা চেন্নাই পুলিশ কমিশনারের অফিসে অভিযোগ দায়ের করেছেন। তারকাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই দাবিও তুলেছেন তাঁরা।
তামিলনাড়ুর বিজেপি সচিব অমরপ্রসাদ রেড্ডিও কমলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। অমরপ্রসাদ নিজের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন। ভিডিয়োয় তিনি বলেছিলেন, “আমি সমস্ত হিন্দুর কাছে আবেদন করছি, কমল হাসন সনাতন ধর্মকে ধ্বংস করতে চান। ওঁর ছবি বয়কট করুন। এটা যেন একটা বার্তা হিসাবে যায়। সনাতন ধর্মকে অপমান করলেই তার ফল ভুগতে হবে। দেখা যাক, এর পরে আর কোন অভিনেতা হিন্দু ধর্ম নিয়ে ব্যঙ্গ করার সাহস দেখান।”